সরকারের ডিজিটাল কার পার্কিং ব্যবস্থায় যানজটের যন্ত্রণা ও গাড়ি নিরাপত্তার দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে ঢাকাবাসী

লিখেছেন লিখেছেন আমি অরন্য ৩০ নভেম্বর, ২০১৪, ০৪:৩৬:১৬ বিকাল





রাজধানী ঢাকায় সরকারি উদ্দ্যোগে এই প্রথম চালু হয়েছে ডিজিটাল পার্কিং ব্যবস্থা। সেগুন বাগিচায় মৎস্য অধিদপ্তরের সামনে অনেকটা পরীক্ষামূলকভাবে দেশে প্রথমবারের মতো চালু করেছে বহুতল ডিজিটাল কার পার্কিং বা অটোমেটিক মেকানিক কার পার্কিং গ্যারেজ। মাল্টিলেভেল পার্কিং ব্যবস্থাটি বাংলাদেশে এই প্রথম। ধাতব তৈরি পাঁচতলা ভবনে ২১টি গাড়ি রাখার জায়গা আছে। পাঁচতলা ভবনে পাঁচটি স্তর আছে। একেবারে উপরের তলায় পাঁচটি গাড়ি রাখার জায়গা (আড়াআড়িভাবে) আছে। বাকি চারতলায় চারটি করে গাড়ি রাখা হয়। প্রথম থেকে চারতলা পর্যন্ত (প্রতি তলায় একটি করে ফাঁকা) একটি সারি (উপর-নিচ) ফাঁকা রাখা হয়েছে, যাতে করে সুবিধামতো গাড়ি আড়াআড়ি বা উপর-নিচ করে সরানো বা ওঠা-নামা করা যায়। তবে মৎস্য অধিদপ্তর থেকে প্রতিটি স্তরে প্রতিটি গাড়ির জন্য আলাদা নম্বর দেওয়া হয়েছে। সে অনুযায়ী ২১টি গাড়ির জন্য আলাদা নম্বরবিশিষ্ট পাঞ্চ কার্ড দেওয়া হয়েছে। তিনতলার প্রথম গাড়িটি ওঠানো বা নামানোর প্রয়োজন হলে ৩০১ নম্বর কার্ড দিয়ে নির্দেশ দিলেই গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে উঠবে বা নামবে। একটি গাড়ি ওঠা-নামার জন্য মাত্র এক থেকে দেড় মিনিট সময়। এটি তৈরিতে জাপানি প্রযুক্তিতে চীনে উৎপাদিত যন্ত্রাংশ ব্যবহার করেছে সরকারি এই নতুন প্রকল্প। এটি হাইড্রোলিক ও বৈদ্যুতিক ক্ষমতায় চলে। ফলে বিদ্যুৎ খরচ একেবারে কম। মাত্র ১১ থেকে ১৩ কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয়। সরকারের এমন প্রকল্পে অফিস থেকে শপিং কমপ্লেক্স, জনসমাগম হয় এমন কোনো স্থানে গাড়ি রাখা নিয়ে ভাবতে হবে না আর। ভবনের সামনে সারি সারি গাড়ি দাঁড় করিয়ে রেখে যানজটের যন্ত্রণা পোহাতে হবে না এবং এমনকি গাড়িটি নিরাপদ থাকবে কি-না, এমন দুশ্চিন্তাও কমিয়ে দেবে এ ব্যবস্থা।

বিষয়: বিবিধ

৭৭৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289937
৩০ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৩
হতভাগা লিখেছেন : মন্ত্রী , আমলাদের জন্য সাধারন মানুষের চলাচল বন্ধ না রাখলে এমনিতেই আর যানজট থাকবে না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File