ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকারের সাফল্য চিত্র, পর্ব -৭
লিখেছেন লিখেছেন আমি অরন্য ২৯ নভেম্বর, ২০১৪, ০৪:৪০:২৬ বিকাল
বাংলাদেশকে একটি সুখি ও সমৃদ্ধি দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকারের সাফল্য অতুলনীয়। সাফল্যের কিছু কথাঃ
কৃষিখাতে ব্যাপক সফলতা অর্জন। কৃষি কার্যক্রমের ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
দরিদ্র ও নিম্ন আয়ভোগী জনগণের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ।কৃষককে প্রায় ৩০ হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান।
প্রায় ৫০ হাজার কোটি টাকা কৃষিঋণ এবং প্রায় ১ কোটি ৪৪ লক্ষ কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ।কৃষকদের জন্য মাত্র ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলার সুযোগ সৃষ্টি।জিংক সমৃদ্ধ ধানের জাতসহ উচ্চ ফলনশীল বীজ উৎপাদন সামর্থ্য ১৫ শতাংশ বৃদ্ধি।
১৩ লক্ষ ৭৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।
২ হাজার ৬৫৩ কিলোমিটার খাল খনন, ২ হাজার ৪৭৪টি সেচ অবকাঠামো নির্মাণ।
আলু উৎপাদন ৬৭ লক্ষ টন থেকে ৮৩ লক্ষ টনে উন্নীত।
কৃষি যান্ত্রিকীকরণ প্রসারে পাওয়ার টিলার, ট্রাক্টর, পাওয়ার থ্রেসার, মেইজ সেলার, স্প্রেয়ার, উইডার ইত্যাদি যন্ত্রপাতি ২৫ শতাংশ থেকে বেড়ে ৩২ লক্ষ টনে উন্নীত।
মাছের উৎপাদন ২০ শতাংশ থেকে বেড়ে ৩২ লক্ষ টনে উন্নীত।
ডিমের উৎপাদন ৪৭০ কোটি থেকে ৬০০ কোটিতে উন্নীত।
দেশে বৃক্ষাচ্ছাদিত এলাকার পরিমাণ ৮ শতাংশ থেকে ১৭ শতাংশে উন্নীত।১ লক্ষ ৩৮ হাজার হেক্টর এলাকা সংরক্ষিত বন ঘোষণা।
৫৮ হাজার ৯৩৮ হেক্টর ব্লক বাগান সৃজন। ৯ হাজার ২৯৭ কিলোমিটার স্ট্রীপ বাগান সুজন।
দেশের সকল উপজেলায় দৈনিক আবহাওয়া বার্তা প্রচার।ওয়ারলেস নেটওয়ার্ক শক্তিশালীকরণ।
বন্যা প্রবণ ও নদী ভাঙ্গন এলাকায় ৭৪ টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ।দুর্গত পরিবারের আশ্রয়দানে ৭২৪ টি ব্যারাক হাউজ নির্মাণ।
বর্তমান সরকাররের এই আলোকময় দৃষ্টান্তের উন্নায়নের ধারায় উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ।
চলবে......
বিষয়: বিবিধ
৯৬১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন