অভিজিৎ হত্যার মূল পরিকল্পনায় কে ??????
লিখেছেন লিখেছেন লাথি মার ভাঙ্গরে তালা ২৮ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:৪০:৩৯ রাত
অভিজিৎ হত্যার মূল পরিকল্পনায় কে ???
১ - ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্যতম জনাকীর্ণ এলাকা।
২- পাশে একুশের বইমেলা। সময় রাত আট টা।
৩- হাজার হাজার মানুষ মেলা থেকে ফিরছে।
৪- প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দুই মিনিটেই কাজ শেষ করে দুই দিকে পালিয়ে যায়।
৫- পুলিশ ২৫ গজ দূর একজন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এবং অন্যজন মিলন চত্বরের দিকে পালায়।
৬- হামলার স্থানটির আশপাশে বেশ কয়েকটি মোড়ে অবস্থান করছিল পুলিশ।
৭- হামলাস্থলের মাত্র ২৫ গজ দূরেই পুলিশ ব্যারিকেড ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ পথে সাতজন পুলিশ ডিউটিতে ছিল ওই সময়।
৮- ঘটনাস্থল শাহবাগ থানার দূরত্ব ২৫০ গজ। পশ্চিমে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি আর পূর্বে সোহরাওয়ার্দী উদ্যান। রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সবগুলো পথে পুলিশ চেকপোস্ট।
অভিজিৎ হত্যাকান্ডটি নিয়ে পুলিশের ভূমিকাসহ বেশ কিছু প্রশ্ন সকলের মনে উঁকি দিয়েছে। বিএনপি -জামায়াত যেখানে ঢাকা শহরের কোথাও একটি মিছিল পর্যন্ত বের করতে পারে না সেখানে টিএসসির মত
সুরক্ষিত জায়গায় এই ধরনের কাজ কোন বিরোধী শক্তির পক্ষে করা প্রায় অসম্ভব।
কিন্তু ব্লগার অভিজিৎ হত্যায় কার লাভ । এক ঢিলে এখানে অনেক গুলি পাখি মারা হয়েছে।
আমেরিকা থেকে জন কেরি আসিতেছেন নতুন একটি ড্রামা সাজাতে হলে হালকার মধ্যে বড় কিছু করেতে হবে
পরিকল্পনাটি নিকুত করতে জেয়ে একটু বেশী বুকামি হল
বর্ত মান সরকারের জন্য জঙ্গী প্রচারনা দরকার ।
তাই ৭১ টি ভি আছে সাথে অন্যান টি ভি ত আছেই
অভিজিৎ কেন বলির পাটা হল
১) তিনি হিন্দু, হিন্দুত্বকে উস্কে দেওয়ার
২) আমেরিকার নাগরিক। জন কেরিকে দেখাতে হবে জঙ্গীবাদ দমনে এই সরকারই দরকার
বিষয়: বিবিধ
১২৪০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন