কেন জানি মরণ কে ভুলে যাই
লিখেছেন লিখেছেন লাথি মার ভাঙ্গরে তালা ২১ নভেম্বর, ২০১৪, ০৩:১২:৩৬ রাত
আজ মনটা ভালো না অফিস তেকে বাসায় যাব গাড়ি টি ১০০/৯০ মেইল বেগে চলছে হটাত সামনে অনেক বীর ব্রেক ছেপে ধরলাম কুব আস্তে আস্তে যাচ্ছি কিছু দূর যেয়ে দেখা মাত্র পা থেকে মাতা পুরুটাই জেন সিতল আল্লাহু আকবর মাত্র কিছু ক্কন পুর্বে যে ছিল সুস্ত ১০/১৫ মিনিটের বেবদানে সে কিনা এখন মরা লাশ ।
হে আল্লাহ আমাদের কে এক্সিডেন্ট এর মরণ দিও না
হে আল্লাহ তোমার কাছে শহিদি মরণ চাই
হে আল্লাহ ঐ মরণ দিওনা যে মরণ দুনিয়াতে মানুষের কাছে ঋণী তাইকা তাকি রিন পরিসুদ না করে মরণ দিও না হে আল্লাহ ইমান ছারা মরণ দিও না হে আল্লাহ যতদিন জান্নাতের উপযুগি না হব মরণ দিও না হে আল্লাহ যে দিন জান্নাতের উপযুগি হব তখন এই দুনিয়াতে আর এক সেগেন্ট তাক তে চাইনা তুমার কাছে নিয়েনিও আমিন আমিন আমিন আল্লাহুম্মা ইয়া রাব্বি তাকাব্বাল দুয়া আনা ইয়া ছামিউদ্দুয়া ইয়া ছামিয়ুম বাছির ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম
বিষয়: বিবিধ
১৪৬৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হে আল্লাহ তোমার কাছে শহিদি মরণ চাই
'মরিতেই হবে যখন!হে খোদা,শহীদি মরণ দাও আমাদের!'
মন্তব্য করতে লগইন করুন