#চিঠি
লিখেছেন লিখেছেন নান্দিনী ০৪ আগস্ট, ২০১৫, ০১:২৫:৪২ দুপুর
জুহি,
গত ১৩'ই মার্চ ২০১৫ তুই আমাকে একটা চিঠি দিছিস,যা ছিলো আমার কাছে পাওয়া প্রথম চিঠি ।চিঠির প্রতি আমার যে দুর্বলতা এটা তোকে আমি বলেছিলাম অনেকবার । স্কুলে থাকতে যখন আমরা "তোমার দেশ সম্পর্কে তোমার কলম বন্ধুর কাছে চিঠি " এই টাইপের চিঠি পড়তাম,তখন ভাবতাম একসময় আমারও কলম বন্ধু হবে,আমিও এভাবে সুন্দর করে চিঠি লিখবো ! কিন্তু সবই ছিলো কৈশোরের কল্পনা মাত্র !
শোন, আমি কিন্তু কবি নই,২/৪ টা কবিতা লিখলেই কবি হওয়া যায় না । আর আমি উদাসীনও নই,সত্যি যদি উদাসীন হতে পারতাম তবে অনেক বাঁচা বেঁচে যেতাম । জীবন থেকে যে উদাসীন তাকে সমাজ-বাস্তবতা স্পর্শ করতে পারে না । কিন্তু আমিতো বাস্তবতায় জর্জরিত ।
তুইতো আমাক ভালোমতোই জানিস,এমন কোনো ব্যক্তিগত বিষয়াদিও নাই আমার যা তোর কাছে গোপন । আচ্ছা ব্যক্তি আমি আর ভার্চুয়াল আমির মধ্যে কি খুব বেশি দূরত্ব ?
অন্যের হক কখনো নষ্ট করি নি,সোজা বাংলায় বললে,"কারো বারা ভাতে ছাই দেইনি" তবুও যখন মানুষের বিরুপ আচরণের স্বীকার হই তখন নীরবে কষ্ট পাওয়া ছাড়া আর কি করার আছে,আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন । আমি যাদের কে বিরক্তি করি বা করেছি,তাদের কাছে তো ক্ষমা চাই ই,আর কি করার আছে ? সামান্য একটু বন্ধুত্বের দাবীতে হয়তো এই বিরক্ত করা । যদি কেউ সেই দাবীটাই স্বীকার না করে,তখন তো ক্ষমাই কাম্য ।
প্রতিটা মানুষই খুব অভিমানি প্রাণী,আমিও ব্যতিক্রম নই । আব্বার সাথে খুব মান-অভিমান হতো,এখনও মাঝে মাঝে খুব রাগ করি,আব্বার সাথে,কিন্তু ওনি এখন অক্ষম রাগ ভাঙ্গাতে ! আর কারো সাথেই রাগ অভিমান করা যায় না,আবেগের মূল্য যদি কেউ দিতে না পারে তাহলে এর চাইতে অবমাননা আর উপেক্ষা কি হতে পারে ! আর মানুষ এতোটা উদার না যে উপেক্ষা সইবে,কারন কোনো মানুষই যার তার সাথে মান-অভিমান-রাগ করতে পারে না । তাদের সাথেই করে,যাদেরকে সে আপন ভাবে ।মাঝে মাঝেই ইচ্ছে করে আত্মঘাতি হতে,কিন্তু বর্তমানের জন্য আমি আমার পরকালকে ধ্বংস করতে পারি না বন্ধু ।
মাঝে মাঝে চেষ্টা করি ভাবলেশহীন থাকতে,কিন্তু তেমনটা পারি না । তখন নজরুলের কথা মনে পড়ে । এতো আগুন বুকে চাপা ছিলো বলেই হয়তো তিনি বিদ্রোহী হতে পেরেছিলেন । আমি আর বিদ্রোহী হতে পারলাম কই ? তবে কিছুটা বিদ্রোহ প্রকাশ পায়,যা অনেকের কাছেই মনে হয়ে থাকে "ইগো" বা "জেদ" ।
তোর চিঠি পড়া অবধি ভাবছিলাম তোকে কি লিখবো,কিন্তু দেখ;এখন কতো কিছু লিখে ফেললাম !
তুই ইচ্ছে করলেই আমাকে আরো যত্ন করে চিঠিটা দিতে পারতি । চিঠির মাধ্যমেই ব্যক্তির প্রতি ব্যক্তির অনুভূতি প্রকাশ পায় । যদিও চিঠির স্হান দখল করে নিয়েছে চ্যাটিং । তবুও সেটা চিঠির মতো না ।
আল্লাহ তোর ইহকাল-পরকাল উত্তম করুন ।
ইতি
(জানিস না বুঝি,কে:p)
বিষয়: বিবিধ
১৪৩৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর চিঠিটি।
মন্তব্য করতে লগইন করুন