#বাবা

লিখেছেন লিখেছেন নান্দিনী ২২ জুলাই, ২০১৫, ১০:৩২:২১ সকাল

চতুর্থ বারের মতো আব্বাকে ছাড়া আমরা ঈদ করলাম । আব্বাকে ঈদের দিন সকালে অনেক ডাকতে হতো,ঘুম থেকে ওঠার জন্য,কারন ঈদের দিন ফজরের দিকেই ঘুমাতেন,আর এমনিতেই আব্বার ঘুম ছিলো গভীর ।

২০১১ সাল ছিলো আব্বার সাথে আমাদের শেষ রমজান ,শেষবারের মতো আব্বার সাথে আমার রাগ,আব্বাকে বকছিলেন,একদিন কথা বলা বন্ধ ছিলো,পররেদিন ইফতারির সময় আবার আব্বা বকলেন কথা বলি না এই জন্য,,তখন কথা বললাম,,আব্বা আমাদের কখনোই মারতেন না,বকা দিতেন ।

এখন আর রাগ করার কেউ নাই,কারো সাথে আর রাগ করে কথা বন্ধ করলে কেউ আর আমাকে বকা দিবেন না ।

বাবাহীন মেয়েরা অনেক অসহায়,,অনেক,অনেক

বিষয়: বিবিধ

৯৯২ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331105
২২ জুলাই ২০১৫ দুপুর ০২:২৯
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার বাবাকে আল্লাহ জান্নাত নসিব করুন, আমিন
২৪ জুলাই ২০১৫ দুপুর ১২:০৫
273619
নান্দিনী লিখেছেন : আমীন
331112
২২ জুলাই ২০১৫ দুপুর ০২:৫২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আপনার বাবাকে আল্লাহ জান্নাত নসিব করুন, আমিন
২৪ জুলাই ২০১৫ দুপুর ১২:০৮
273620
নান্দিনী লিখেছেন : আমীন
331127
২২ জুলাই ২০১৫ দুপুর ০৩:১২
অনেক পথ বাকি লিখেছেন : আপনার বাবাকে আল্লাহ জান্নাত নসিব করুন, আমিন
331133
২২ জুলাই ২০১৫ বিকাল ০৪:০৯
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আপনার বাবাকে আল্লাহ ক্ষমা ও জান্নাত দান করুক। আমিন ।
331168
২২ জুলাই ২০১৫ রাত ০৮:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আল্লাহতায়লা তাকে জান্নাত নসিব করুন।
২৪ জুলাই ২০১৫ দুপুর ১২:০৯
273621
নান্দিনী লিখেছেন : আমীন
331209
২৩ জুলাই ২০১৫ রাত ০২:১০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমার বাবা থাকার পরও আপনার লেখাটি পড়ে মনটা খুবই নরম হয়ে উঠেছিল। কান্না আসার অবস্থা....! যদি কখনো বাবাকে হারিয়ে ফেলি।

আল্লাহ যেন আপনার বাবাকে মাফ করে দেন, আমিন।
২৪ জুলাই ২০১৫ দুপুর ১২:০৩
273617
নান্দিনী লিখেছেন : আমীন
331362
২৪ জুলাই ২০১৫ দুপুর ১২:১২
নান্দিনী লিখেছেন : আমি এখন আমার চাচাদের দিকেও তাকাতে পারি না,যেনো আমার কলিজা ফেটে যায়,বাবা যে নাই,এটা তীব্রভাবে অনুভব করি,,,ঈদের দিন সালাম করতে গেলাম,কেমন যে লাগছিলো,বুঝানো যাবে না,,আমি আর কখনো আমার আব্বাকে সালাম দিতে পারবো না,কখনো আর আব্বা বলে ডাকতে পারবো না,,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File