#বাবা
লিখেছেন লিখেছেন নান্দিনী ২২ জুলাই, ২০১৫, ১০:৩২:২১ সকাল
চতুর্থ বারের মতো আব্বাকে ছাড়া আমরা ঈদ করলাম । আব্বাকে ঈদের দিন সকালে অনেক ডাকতে হতো,ঘুম থেকে ওঠার জন্য,কারন ঈদের দিন ফজরের দিকেই ঘুমাতেন,আর এমনিতেই আব্বার ঘুম ছিলো গভীর ।
২০১১ সাল ছিলো আব্বার সাথে আমাদের শেষ রমজান ,শেষবারের মতো আব্বার সাথে আমার রাগ,আব্বাকে বকছিলেন,একদিন কথা বলা বন্ধ ছিলো,পররেদিন ইফতারির সময় আবার আব্বা বকলেন কথা বলি না এই জন্য,,তখন কথা বললাম,,আব্বা আমাদের কখনোই মারতেন না,বকা দিতেন ।
এখন আর রাগ করার কেউ নাই,কারো সাথে আর রাগ করে কথা বন্ধ করলে কেউ আর আমাকে বকা দিবেন না ।
বাবাহীন মেয়েরা অনেক অসহায়,,অনেক,অনেক
বিষয়: বিবিধ
৯৯২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ যেন আপনার বাবাকে মাফ করে দেন, আমিন।
মন্তব্য করতে লগইন করুন