আমার মতোই ঘুমাও জাতির সন্তানেরা
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২২ জুলাই, ২০১৫, ০১:১৪:০৫ রাত
"দুপুর বেলা ভাত খাওয়ার সময় বাসায় ফিরে দেখেছি আমার, আব্বার প্ৰচন্ড শরীর খারাপ। এখন শরীর একটু বেশী খারাপ। কি এক অদ্ভুত কারণে আজ আমি মরার মতো ঘুমিয়ে ছিলাম। নিজেও জানিনা!
-
আমি দিনের বেলা ঘুমায় না। আজ কেনো জানিনা। আমার এত্ত ঘুম পেয়েছে। বোনে। ভাইয়া, ভাবি নাকি আমাকে অনেক ডেকেছে। আমি নাকি ঘুমের ট্যাবলেট খেয়েছি, আপন জনেরা এমন অভিযোগও তুলেছে। এটা স্বাভাবিক এমন মরার মতো ঘুমালে ট্যাবলেটখোর বলতেই পারে।!! দীৰ্ঘ ছয় ঘন্টা একটানা ঘুমানোর পর ঘুম থেকে উঠলাম, উঠে দেখি আব্বার শরীরে স্যালাইন!!
.
যাই হোক আমার আব্বার সাথে এই দেশের খুব মিল পেলাম। দেশের জনগণের সাথে মিল পেলাম আমার। এই দেশের অবস্থা আমার আব্বার চেয়েও অসুস্থ্য। কিন্তু আমার মতোই অদ্ভুত কারণে। দেশের সন্তানেরা (জনগণ) গভীর ঘুমে আচ্ছন।!!
.
"সবার কাছে আমার আব্বার সুস্থতার জন্য দোয়া প্ৰাৰ্থী, আল্লাহ, যেনো আব্বাকে শে,ফা দান করেন (আমীন)
বিষয়: বিবিধ
৮৭৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
I think the state of Ummah rightly matches with the state of your father as Rasulullah SA warned us some 1400 years earlier.
I think Muslims like you are NOT sleeping, rather working tirelessly for a way out.
Some of us has taken a ride by deceiver to explore Duniya - who are in sleeping mood.
Insha'allah they will wake up - like the trees and stones, once the true call been pronounce.
Thanks for sharing your thoughts. May Allah bless your father with peace and mercy.
মন্তব্য করতে লগইন করুন