কবিতা
লিখেছেন লিখেছেন নান্দিনী ১৩ ডিসেম্বর, ২০১৪, ০৭:৪৭:৫৬ সন্ধ্যা
চেতনা
***********************
কবিতা আমার ওষ্ঠ ধরেছে চেপে
চেতনা আমার কন্ঠ করেছে রুদ্ধ
আমি আজ চেতনা বিহিন কেউ
খুলবো তাই আজ চেতনার অবকুন্ঠ
চেতনা মানে কি স্লোগান-মিছিল
পোস্টার-প্লেকার্ড হাতে রাস্তায় নামা?
চেতনা মানে কি ঢাক-ঢোল তবলা
নারী পুরুষে মঞ্চে কাঁপন তোলা ?
চেতনা মানে কি বিশ্ব রেকর্ড
আর অজস্র মানুষ অভুক্ত রাখা?
চেতনা মানে কি সভ্যতা-সংস্কৃতির নামে
অপসংস্কৃতি আর নারীর শ্লীলতা হানি
চেতনা মানে কি সম-অধিকারের বুলি,
নারীর মর্যাদা "পুরুষীয়" আর নগ্নতায়?
চেতনা মানে কি সস্তা প্রেমে বস্তা বন্ধি
তাইতো আমার কন্ঠ আজ অবরুদ্ধ ।
১৩ই ডিসেম্বর'১৪,,,রাত ১২:৪০
বিষয়: সাহিত্য
৯৫৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ও কথা বলে ওদেরে কভু লজ্জা দিওনা৷
মন্তব্য করতে লগইন করুন