নিবেদন
লিখেছেন লিখেছেন শাহীন কবির ২৩ নভেম্বর, ২০১৪, ০৪:৩১:৩২ রাত
ভাবছি বসে করবোটা কি
সময়যে নাই অফুরান।
হারিয়েছি কতো সুযোগ
কাজের আমার নাইযে টান।।
হাজার কাজের ভিড়ে পড়ে
অশান্ত মোর সকাল-সাজ।
কোনটা রেখে কোনটা করি
মনে আমার শুধূই লাজ।।
সাথীরা সব এগিয়ে গেলো
আমার কেবল পিচুটান।
আমিও সবার সাথে যাবো
করছি তোদের নিবেদন।।
বিষয়: বিবিধ
৮৫৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বর্তমানের বার্তা আগামীর জন্য।মনে করছি নয় বরং বিশ্বাস ও করি ইনশাআল্লাহ এই জগতে আপনার অবস্থান বিশ্বাসী মানুষের কাতারে অগ্রগণ্য হবেই। সাথে আছি।
মন্তব্য করতে লগইন করুন