আবারো প্রথম অালো পত্রিকার চরম ইসলাম বিদ্বেষঃ
লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ১৩ মে, ২০১৫, ১২:১৯:১৪ দুপুর
(নাস্তিকদের মুখপত্র) প্রথম আলোতে এপিজে আবদুল কালামের মা নিয়ে একটা লেখা অনুবাদ করে ছাপিয়েছে ....অনুবাদক অঞ্জলি সরকার ।।
এপিজে আবদুল কালামের ওয়েবসাইটে এই লেখাটা ইংরেজিতে লিখা আছে একটা অংশে আছে যে,
""I use to comeback at 5:30 when my father would be waiting for taking me to the Namaz and Koran Sharif learning in Arabic school. After that I used to go to Rameswaram Road Railway station, three kilometers away to collect newspaper ""
প্রথম আলো এই অংশটাকে অনুবাদ করে ছাপিয়েছে,
""পড়া শেষে সাড়ে পাঁচটার দিকে বাড়ি ফিরতাম। তারপর তিন কিলোমিটার দূরের রেলস্টেশনে যেতাম খবরের কাগজ আনতে ""
এর মধ্যে থেকে বাদ দিয়েছে, আমার পিতা আমাকে ফজরের ছালাত পড়তে ও কুরআন শিখাতে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতেন।
একদম শেষ অংশ আছে,
""This is the story of my mother who lived ninety three years, a woman of love, a woman of kindness and above all a woman of divine nature. My mother performed Namaz five times everyday. During Namaz, my mother always looked angelic. Every time I saw her during Namaz I was inspired and moved ""
প্রথম আলোতে এর অনুবাদ ছাপা হয়েছে
""আমার মা ৯৩ বছর বেঁচে ছিলেন। ভালোবাসা আর দয়ার এক স্বর্গীয় প্রতিমূর্তি ছিলেন আমার মা ""
এর মধ্যে থেকে বাদ দিয়েছে,
আমার মা নিয়মিত সালাত পড়তেন। সালাত আদায়ের সময় তাকে অনেক আধ্ম্যাতিক মনে হত। তার সালাত দেখে আমি অনুপ্রাণিত হতাম।
এপিজে আবদুল কালাম এর লেখাতে মা নিয়ে একটা কবিতা আছে যার মোট নয় লাইন এর মাঝে আট লাইনের অনুবাদ আছে এক লাইন গায়েব সেই একটা লাইন হলো,
""We will meet again on the great Judgment Day. My Mother! "" [অামাদের অাবার দেখা হবে সেই মহা হাশরের ময়দানে, অামার মা]
আমি দুইটা লেখা কম্পেয়ার করে পড়ে হাসতেই আছি ...কতটা সুক্ষ্মভাবে ইসলামিক অংশগুলো এড়িয়ে গেলো (অার শেষে ছোট্ট করে লেখে দিল সংক্ষেপিত)....আমি অবাক হইনি কারণ এমন অনেক দেখেছি কিভাবে সুক্ষ্মভাবে ইসলামিক বিষয়গুলো এড়িয়ে যাওয়া হয় এবং ইসলামের বিভিন্ন ব্যাপারে একতরফা ভাবে উপস্হাপনের চেষ্টা করে আলেম ওলামা দাঁড়িওয়ালাদের পঁচানো হয় ।।
(কমেন্টস এ আবদুল কালাম এর ইংরেজি লেখা এবং প্রথম আলোর লেখার লিংক দেওয়া আছে দেখে নিতে পারেন ।
বিষয়: বিবিধ
১১৯৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://www.prothom-alo.com/.../আমার-মা-এ-পি-জে-আবদুল-কালাম
মন্তব্য করতে লগইন করুন