এ ভাবেই কি সব বিজয় ছিনিয়ে নেবে ভারত??
লিখেছেন লিখেছেন একটি সকাল ৩১ মার্চ, ২০১৫, ১২:৫২:০৬ দুপুর
1971 - 2015 একই চিত্র।
১৯৭১ -স্বাধীন হলাম অামরা অার আত্ম-সমর্পণ হলো অরোরার কাছে
২০১৫- সভাপতি আমি (আ হ ম মুস্তফা কামাল) মঞ্চে কাপ দেই শ্রীনিবাসন !!!!!!
এতে সম্মানের এতটুকু হানি হয়েছে বলে মনে হয় নি বরং কিছুটা হয়ত ধার শোধ হলো। কারন স্বাধীন দেশের স্বাধীন বুদ্বিজীবিরা যেভাবে স্বাধীনতার সময় ভারতের সাহায়্যের বয়ান এখনো পর্যন্ত দিয়ে চলেছেন তাতে মনে হয় আরো অনেক বাকী, এমনকি ঘরের গিন্নিদের ধরে নিয়ে গেলেও মনে হবে দায় শোধ হয় নি। এটা গোলামির ডিজিটাল পদ্ধতি। কামাল ভাই কান্না নয় ঘুরে না দাড়ালে ভবিষ্যতে কান্নার সময় পাবেন বলে মনে হয় না। কারন-
বাঘ হরিণ স্বীকার বন্ধ করে বৈঞ্চব ধর্ম গ্রহন করেছে এটা বিশ্বাস করার চেয়েও কঠিন হলো
ভারত নিজেদেরে স্বার্থ ছাড়া কাউকে সহযোগিতা করেছে সেটা বিশ্বাস করা।
বিষয়: বিবিধ
১২৫৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার শেষের কথাটা ভালই লেগেছে।
চোরা কুকুর ডাকতে জানেনা, আমরা কি কারো কিছু চুরি করে খেয়েছি?
মন্তব্য করতে লগইন করুন