এ ভাবেই কি সব বিজয় ছিনিয়ে নেবে ভারত??

লিখেছেন লিখেছেন একটি সকাল ৩১ মার্চ, ২০১৫, ১২:৫২:০৬ দুপুর



1971 - 2015 একই চিত্র।

১৯৭১ -স্বাধীন হলাম অামরা অার আত্ম-সমর্পণ হলো অরোরার কাছে

২০১৫- সভাপতি আমি (আ হ ম মুস্তফা কামাল) মঞ্চে কাপ দেই শ্রীনিবাসন !!!!!!

এতে সম্মানের এতটুকু হানি হয়েছে বলে মনে হয় নি বরং কিছুটা হয়ত ধার শোধ হলো। কারন স্বাধীন দেশের স্বাধীন বুদ্বিজীবিরা যেভাবে স্বাধীনতার সময় ভারতের সাহায়্যের বয়ান এখনো পর্যন্ত দিয়ে চলেছেন তাতে মনে হয় আরো অনেক বাকী, এমনকি ঘরের গিন্নিদের ধরে নিয়ে গেলেও মনে হবে দায় শোধ হয় নি। এটা গোলামির ডিজিটাল পদ্ধতি। কামাল ভাই কান্না নয় ঘুরে না দাড়ালে ভবিষ্যতে কান্নার সময় পাবেন বলে মনে হয় না। কারন-

বাঘ হরিণ স্বীকার বন্ধ করে বৈঞ্চব ধর্ম গ্রহন করেছে এটা বিশ্বাস করার চেয়েও কঠিন হলো

ভারত নিজেদেরে স্বার্থ ছাড়া কাউকে সহযোগিতা করেছে সেটা বিশ্বাস করা।

বিষয়: বিবিধ

১২৫৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312010
৩১ মার্চ ২০১৫ দুপুর ০১:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তবুও আমরা সেই ভারতের দালাল!!!
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৯:২৪
253193
একটি সকাল লিখেছেন : সন্দেহ নাই আমরা ভারতের একনিষ্ঠ দালাল।
312014
৩১ মার্চ ২০১৫ দুপুর ০২:১৩
ছালসাবিল লিখেছেন : দারুন বলেছেন ভাইয়া Thumbs Up
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৩৮
253198
একটি সকাল লিখেছেন : ধন্যবাদ
312043
৩১ মার্চ ২০১৫ দুপুর ০৩:৩৬
গাজী সালাউদ্দিন লিখেছেন :
বাঘ হরিণ স্বীকার বন্ধ করে বৈঞ্চব ধর্ম গ্রহন করেছে এটা বিশ্বাস করার চেয়েও কঠিন হলো

ভারত নিজেদেরে স্বার্থ ছাড়া কাউকে সহযোগিতা করেছে সেটা বিশ্বাস করা।


আপনার শেষের কথাটা ভালই লেগেছে।
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৯:২৫
253194
একটি সকাল লিখেছেন : ধন্যবাদ
312070
৩১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
মোতাহারুল ইসলাম লিখেছেন : ভারতের কাছে অধিকার চাইতে লজ্জা লাগে।
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৯:২৭
253195
একটি সকাল লিখেছেন : কেন ?
চোরা কুকুর ডাকতে জানেনা, আমরা কি কারো কিছু চুরি করে খেয়েছি?
312074
৩১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৪৭
নূর আল আমিন লিখেছেন : এ দেশটাকে তো অঘোষিত ভাবে ভারত শ্বাসন করতেছে।
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৩৬
253197
একটি সকাল লিখেছেন : ঠিক বলেছেন, তবে এ থেকে বের হতেই হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File