!!আমার বকরি পোষা ও গণজাগরণ মঞ্চ!!
লিখেছেন লিখেছেন একটি সকাল ০২ নভেম্বর, ২০১৫, ১১:২২:৪৮ সকাল
ছোট বেলায় নানী বাড়ি থেকে একটা বকরি ছাগল উপহার পেয়েছিলাম। খুব মজা করে বাড়িতে এনেছিলাম বাবা ও আনন্দ পেয়েছিল সাথে আশেপাশে থেকে দুএকটি ছাগল ও কিনে দিয়েছিল। খুব মজা করে স্কুল থেকে বাড়িতে এসে ছাগল গুলো মাঠে নিয়ে যেতাম। বছর দুয়েক পরে ৭/৮ ছাগল হয়েছিলো। ছাগল কে বেশ ভাল বাসতাম, কনো ক্ষতি হতে দিতাম না। সামনে কুরবানি ঈদ এলো বাবা হটাত ঘোষণা করলো, বড় খাসি টা এবার কুরবানি করা হবে। ঈদ এলো খাসি জবাই হলো। ছাগল আবশ্য দু একদিন ম্যাম্যা করেছিলো। তার পর আবার ঠিক হয়ে গিয়েছিলো, কিছু দিন যেতে না য়েতেই মামা বাড়ি থেকে ২৩/২৪ জন কুটুম হাজির। বাবা বললেন মাঝারি সাইজের খাসিটা নিয়ে এসো। খাসি দিয়ে কুটুম বিদায় করতে হবে। টাকাও বেচে যাবে ভুরি ভোজ ও হবে। তাই আনান্দে খাসি ধরে এনেছিলাম। আগের মতই ছাগল দু-এক দিন ম্যাম্যা করেছিলো। কিছুদিন আগে সরকার খাওয়ায়ে পরিয়ে কিছু ছাগল পুষেছিল। এখন তার ভুরিভজে বাধা দেয় কে। গনজাগরণ মঞ্চের দিকে তাকালে একই কথা মনে পড়ে। ঝামেলা আসে আর সরকার একাক্কটা খাসি মারে, ঝামেলাও যায় ভুরি ভোজও হয়।
বিষয়: বিবিধ
১৮৭২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন