!!আমার বকরি পোষা ও গণজাগরণ মঞ্চ!!

লিখেছেন লিখেছেন একটি সকাল ০২ নভেম্বর, ২০১৫, ১১:২২:৪৮ সকাল



ছোট বেলায় নানী বাড়ি থেকে একটা বকরি ছাগল উপহার পেয়েছিলাম। খুব মজা করে বাড়িতে এনেছিলাম বাবা ও আনন্দ পেয়েছিল সাথে আশেপাশে থেকে দুএকটি ছাগল ও কিনে দিয়েছিল। খুব মজা করে স্কুল থেকে বাড়িতে এসে ছাগল গুলো মাঠে নিয়ে যেতাম। বছর দুয়েক পরে ৭/৮ ছাগল হয়েছিলো। ছাগল কে বেশ ভাল বাসতাম, কনো ক্ষতি হতে দিতাম না। সামনে কুরবানি ঈদ এলো বাবা হটাত ঘোষণা করলো, বড় খাসি টা এবার কুরবানি করা হবে। ঈদ এলো খাসি জবাই হলো। ছাগল আবশ্য দু একদিন ম্যাম্যা করেছিলো। তার পর আবার ঠিক হয়ে গিয়েছিলো, কিছু দিন যেতে না য়েতেই মামা বাড়ি থেকে ২৩/২৪ জন কুটুম হাজির। বাবা বললেন মাঝারি সাইজের খাসিটা নিয়ে এসো। খাসি দিয়ে কুটুম বিদায় করতে হবে। টাকাও বেচে যাবে ভুরি ভোজ ও হবে। তাই আনান্দে খাসি ধরে এনেছিলাম। আগের মতই ছাগল দু-এক দিন ম্যাম্যা করেছিলো। কিছুদিন আগে সরকার খাওয়ায়ে পরিয়ে কিছু ছাগল পুষেছিল। এখন তার ভুরিভজে বাধা দেয় কে। গনজাগরণ মঞ্চের দিকে তাকালে একই কথা মনে পড়ে। ঝামেলা আসে আর সরকার একাক্কটা খাসি মারে, ঝামেলাও যায় ভুরি ভোজও হয়।

বিষয়: বিবিধ

১৮৭২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348180
০২ নভেম্বর ২০১৫ সকাল ১১:৩৫
আবু সুফিয়ান লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০২ নভেম্বর ২০১৫ সকাল ১১:৫২
289050
অপি বাইদান লিখেছেন : আল্লার অতি পেয়ারে জান আলী আহসান মুজাইদ্দার "ইন্নালিল্লাহি........." এই নভেম্বরেই পড়তে হবে??
348185
০২ নভেম্বর ২০১৫ সকাল ১১:৫২
অপি বাইদান লিখেছেন : আল্লার অতি পেয়ারে জান আলী আহসান মুজাইদ্দার "ইন্নালিল্লাহি........." এই নভেম্বরেই পড়তে হবে??
348189
০২ নভেম্বর ২০১৫ দুপুর ১২:১০
হতভাগা লিখেছেন : এখন বিরিয়ানীও আসে না আর ইমরানদের চেহারার মলিনতাও যায় না
348190
০২ নভেম্বর ২০১৫ দুপুর ১২:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খাসি সব করে রব বিরানি আর আসেনা....
348200
০২ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৪১
শফিউর রহমান লিখেছেন : কিন্তু খাসিগুলো যদি তা বুঝতো...
348205
০২ নভেম্বর ২০১৫ দুপুর ০১:১৪
ইয়াফি লিখেছেন : এখানে যে বড় খাসিগুলো রয়ে গেল.. মনে হয় এরা মোক্ষম সময়ের তুরুপের তাস!
348211
০২ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৫৩
আবু নাইম লিখেছেন : ভাই এভাবে বলতে নেই......তাই মনে কষ্ট লাগে.....
348227
০২ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১০
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : চারিদিকে চাপাতি আতংক সরকারও সরকাররে পালাইতে দেয়না...!লাকীর টেনসন চোখে পরার মতন...বারাকাতের আমাশয়...মহাসয় টেনশনে...,আল্লাহর নাম মনের অজান্তেই মনে মনে জপসে...আল্লাহ রক্ষাকর। অনেক ধন্যবাদ
348251
০২ নভেম্বর ২০১৫ রাত ০৮:২২
শেখের পোলা লিখেছেন : বড় ভোজের জন্য বড় খাসীটারে একটু ভালো করে খাওয়ানো দরকার৷ চলুন সকলে মিলে যত্ন করি৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File