আমি জানিনা নারিরা কেন স্বাধীনতা চায় ? কতটুকু স্বাধীনতা চায় ?
লিখেছেন লিখেছেন একটি সকাল ২৪ ডিসেম্বর, ২০১৪, ১২:১৮:২১ দুপুর
আমি জানিনা নারিরা কেন স্বাধীনতা চায় ? কতটুকু স্বাধীনতা চায় ? আর কতটুকু মডান বা সংস্কৃতি মনা হলে ভাল লাগবে? মুরগী সারাদিন ঘুরাফিরা করে , স্বাধীন ভাবে ঘুরতে চায়। আবার রাতে যদি মুক্ত থাকতে চায় অথবা স্বাধীন ভাবে ঘুরতে চায় তাহলে ক্ষতি কি তা কি মুরগি জানে? । জানে তার মালিক। রাতে শিয়াল, বনবিড়াল, খেয়ে ফেলতে পারে। এই বুঝ কি মুরগির আছে? মুরগী যদি রাতে খোয়াড়ে না যেতে চায় তাহলে শিয়াল, বনবিড়াল, বাগডাসা, বেজি, এমন কি মুরগী চোরের ও লাভ। তাই মুরগী যদি খোয়াড়ের বিরোধিতা করে তাহলে যা হবার তাই-ই হবে।
আমাদের সমাজের নারী দের কি যে পেয়ে বসেছে, বুঝি না । নারী পুরুষ সম অধিকার চায়। মুক্ত ভাবে চলতে চাই। স্বাধীন ভাবে ঘুরতে চায়। মডান থেকে আর মডান হতে চায়। লাভ/ সুবিধা কাদের?
ইসলাম নারিদের যে স্মমান দিয়েছে তাতে খুশি না হলে কি করার আছে।
ইসলাম নারিদের স্মমান দিয়েছে, মর্যাদা দিয়েছে, আদর্শ নারীদের জান্নাতে যাওয়ার ওয়াদা করা হয়েছে। তারপরেও কেন নিজের মতো করে চলার পথ খুজি।
বলছিলাম হ্যাপির মতো অসংখ মুরগী মার্কা নারিদের কথা।
হ্যাপি নামের এক অভীনেত্রী সবকিছু হারিয়ে এখন পুলিশের কাছে গিয়েছে সাহায্য পাওয়ার আশায়! তার বিভিন্ন মন্তব্য বুঝার চেষ্ঠা করেছি। সে নিজে স্বীকার করেছে এই কুলাঙ্গার ক্রিকেটারের সাথে নাকি সে দিনের পর দিন স্বামী-স্ত্রীর মতোই থেকেছে। এখন কেন তাকে বিয়ে করতে চাচ্ছে না,কেন অন্য মেয়ের সাথে রাত কাটাচ্ছে এ অপরাধে (?!) মামলা করেছে এবং দাবী করেছে তাকে বিয়ে করতে হবে,অথবা শাস্তি দিতে হবে! কে দিবে শাস্তি ! এই সমাজ? এই দেশ,এই আইন?!
আইয়ামে জাহিলিয়াতের সময় ও নারিরা এভাবেই স্বাধীন ভাবে চলতে চেয়ে ছিল এবং নারী পুরুসের সমঅধিকার চেয়ে ছিল, কি হয়ে ছিল? নারীরা পুরুষের ভোগবিলাসে পরিণত হল। স্মমান মর্যাদা সব হারাল।
সতর্কতাঃ
আমাদের সমাজের কিছু লোক ইসলাম কে ছোট করতে যেয়ে অথবা বিরোধিতা করতে যেয়ে পর্দাকে খোঁয়াড় বলে অবিহিত করে। যেমন জাবি মেয়েরা
আমার বিরোধিতাঃ
১. মুরগী মার্কা নারীদের ওপর (যারা মুরগীর চেয়ে কম বুঝ নিয়ে চলে)।
২. ঔ সব পুরুষ যারা (শিয়ালের মতো মুরগীর কে) নারীদের কে বাইরে থাকার দুয়া করে, আন্দোলন করে, নারীরা খোলামেলা থাকার ইন্ধন যোগায়।
৩. ঔ সব কাপুরুষ যারা (শিয়ালের মতো রঙ পরিবর্তন করে সুবিধা মতো) নারীদের ভোগ করে।
ফলাফলঃ
১. আইয়ামে জাহিলিয়াতের মতো নারিরা পুরুষের ভোগবিলাসে পরিণত হবে।
বিষয়: বিবিধ
১৭৭৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যে সম্মান ইসলাম আমাদের দিয়েছে সেটা কয়জন মানুষ বুঝে ও মানে???
কিছু কিছু ক্ষেত্রে তারা ইসলামের আইনকে মডিফাইও করেছে নিজেদের অনুকুলে।
সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন