কুর'আনে বর্ণিত ৬টি ভারসাম্যপূর্ণ বর্ণনার উদাহরণ(আল-কোর'আনের ভাষাতাত্ত্বিক মু'জিযা)- ১ম পর্ব

লিখেছেন লিখেছেন নুমান আলী খান কালেকশন বাংলা ১৩ নভেম্বর, ২০১৪, ০৩:২৩:২৩ দুপুর

বিসমিল্লাহির রাহমানীর রাহীম



আমি আপনাদেরকে কুর'আনে বর্ণিত ৬টি ভারসাম্যপূর্ণ বর্ণনার উদাহরণ দিব। আমার ব্যক্তিগত মত হলো কোনো মানুষের পক্ষে এভাবে বর্ণনা করা অসম্ভব। এক্ষেত্রে আপনি আপনার নিজস্ব মত দাঁড় করাতে পারেন।

প্রথম ভারসাম্যপূর্ণ বর্ণনার উদাহরণ হলো ঈসা (আঃ) সম্পর্কেঃ



ঈসা (আ) পৃথিবী ত্যাগ করার কয়েক শতাব্দী পর এই ধারণা তৈরি করা হয় যে তিনি আল্লাহর পুত্র, যেহেতু তিনি পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন (না'উযুবিল্লাহ)। পরবর্তিতে এ ধারণা খ্রিস্টানদের মাঝে জনপ্রিয় হয়ে উঠে।

এ ক্ষেত্রে কুর'আনের জবাব হলো,

"নিঃসন্দেহে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমেরই মতো। তাকে মাটি দিয়ে তৈরি করেছিলেন এবং তারপর তাকে বলেছিলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেলেন।" (সূরা আল-ইমরানঃ ৫৯)

সুতরাং এখানে ঈসা (আঃ) কে আদম (আঃ) এর সাথে তুলনা করা হচ্ছে।

> কুর'আনে হজরত ঈসা (আঃ) এর উল্লেখ করা হয়েছে ২৫ বার।

> কুর'আনে হজরত আদম (আঃ) এর উল্লেখও করা হয়েছে ২৫ বার।

আল্লাহ বলেছেন, ঈসা (আঃ) এর উদাহরণ হলো ঠিক আদম (আঃ) এর উদাহরণের মত।

দেখুন, কুর'আনে দুইজন নবীর নাম ২৫ বার করে উল্লেখ করা হয়েছে আর তারা হলেন - ঈসা (আঃ) ও আদম (আঃ)। সুবহানাল্লাহ !

আরো বিস্ময়কর ব্যাপার হলো

এই কথাটি বলা হয়েছে তৃতীয় সূরায় - সূরা আল-ইমরানে। কুর'আনের শুরু থেকে এ আয়াত পর্যন্ত ঈসা (আঃ) এর নাম উল্লেখ করা হয়েছে ৭ বার, ঠিক আদম (আঃ) এর নামও উল্লেখ করা হয়েছে ৭ বার। আর এ আয়াতের পর থেকে শেষ পর্যন্ত উভয়ের নাম উল্লেখ করা হয়েছে ১৮ বার করে। সুবহানআল্লাহ।


কুর'আন লিখিত ভাষায় অবতীর্ণ হয়নি, হয়েছে কথ্য ভাষায়, তারপরও এরকম অবিশ্বাস্য সমন্বয় কী করে সম্ভব !! তার জবাব হিসেবে রয়েছে একটিই কারণ - এই মহাগ্রন্থ বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ। (১ম পর্ব )

----------------------------------------------------------------

উস্তাদের "Quran for Young Adults" (Day 12) থেকে অনুপ্রাণিত

আমাদের অফিশিয়াল ফেইসবুক পেইজ - https://www.facebook.com/NAKBangla?ref=bookmarks

অফিশিয়াল ইউটিউব চ্যানেল(বাংলা ডাবিং ও সাবটাইটেল) - http://www.youtube.com/user/NAKBangla/videos

বিষয়: বিবিধ

১১২৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283902
১৩ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৪
এস এম আবু নাছের লিখেছেন : জাযাকাল্লাহু খাইর।
১৪ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫১
227275
নুমান আলী খান কালেকশন বাংলা লিখেছেন : জাজাকাল্লাহ আপনাকেও।
283913
১৩ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৬
মামুন লিখেছেন : খুব সুন্দর লিখেছেন! অসাধারণ অনুভূতি! ভালো লাগা রেখে যাচ্ছি। Thumbs Up Thumbs Up Thumbs Up
আর শয়তানের যে পেইড এজেন্টটি প্রতিটি ইসলামিক পোষ্টে বেহায়ার মত কুরুচিপুর্ণ মন্তব্য নিয়ে খালের পানিতে ভেসে যাওয়া একধরণের হলুদ বস্তুর মত সাথে লেগে আছে, ওর প্রতি চরম খারাপ লাগা রেখে গেলাম।
১৪ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫১
227276
নুমান আলী খান কালেকশন বাংলা লিখেছেন : জাজাকাল্লাহ। তাদের লেখতে লাগে দুই মিনিট আর আমাদের ডিলিট করতে লাগে দুইক্লিক !!
283919
১৩ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৭
সবুজ সাথী লিখেছেন : Nice to see NAK Bangla here.
১৪ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫২
227277
নুমান আলী খান কালেকশন বাংলা লিখেছেন : নিয়মিত পাবেন এখন থেকে । ইন শাআ আল্লাহ।
284004
১৩ নভেম্বর ২০১৪ রাত ১০:১৯
শেখের পোলা লিখেছেন : 'লিখে আনো কোরআনের মত একটি সুরা'৷ ১৪০০ বছর যাবৎ চ্যালেঞ্জ হয়েই আছে৷ কোন রুশদী,তসলীমা, হমায়ুন সাহস করেনি, তার কারণ এ গুলোই৷ ধন্যবাদ৷
১৪ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫২
227278
নুমান আলী খান কালেকশন বাংলা লিখেছেন : সেটাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File