আল্লাহর হাতেই পরিবর্তন এবং প্রয়োজন মনোভাবের পরিবর্তন
লিখেছেন লিখেছেন নুমান আলী খান কালেকশন বাংলা ১৩ নভেম্বর, ২০১৪, ১২:৪২:২৮ দুপুর
“আমরা কোন কিছু পরিবর্তন করার জন্য এই পৃথিবীতে আসিনি। বরং আমরা এসেছি আল্লাহর ইবাদাত করার জন্য। যে কোন কিছু ভালোতে পরিবর্তনকারী কে?তিনি আল্লাহ। ‘পরিবর্তন’ আমাদের হাতে নয় বরং এটা আল্লাহর হাতে।
‘আমরা কেবল পরিবর্তনের জন্য চূড়ান্ত প্রচেষ্টা চালাতে পারি-সফলতা বা ব্যর্থতা আল্লাহর সিদ্ধান্তের উপর নির্ভরশীল।‘- আর এটাই সর্বাপেক্ষা বড় ‘মনোভাবের পরিবর্তন’ যা আমাদের মাসজিদ বা দাওয়াহ সংগঠনে আনতে পারি”
উস্তাদ নুমান আলী খান
বিষয়: বিবিধ
১০৮০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন