আমার ভূলের মাসুল '০২' তুমি এখন বিয়ের পিড়িতে
লিখেছেন লিখেছেন রক স্টার ১৪ ডিসেম্বর, ২০১৪, ১০:১৭:০১ রাত
আমি বলেছিলাম আতি চালাকের গলায় দড়ি তা আজ বাস্তব হল শেষ পর্যন্ত তোমার বিয়ে আমি নিজেই খেতে যাব । টাকাকে ভালবেসে তুমি ভূল করেছ আমার কথা জদি একবার শুনতে আজ তোমার এত কষ্ট হত না । আমাকে ভালবেসে নষ্ট করে চলে গেলে টাকাওয়ালা প্রেমিকের কাছে পরে সে ও ধোকা দিল তোমায় । কাদতে কাদতে ফিরে এলে আমার কাছে আমি জায়গা দিয়েছি এই কারনে 'যে আমার মনে তুমি ছলনার মিথ্যা ভালবাসার জায়গা তৈরী করেছিলে আমি সেটা বাস্তব বলে জায়গা দিয়েছিলাম তা আজ তোমার আছে । কেন ভূল করলে আর আমায় কাদালে বার বার বুঝিয়েছি কিন্তু পারিনি । এখন না পেলে টাকাওয়ালা স্বামী না পেলে আমায় কষ্ট কাকে বলে এখন অনুভব করতাছো । তোমার ফেম্যলি তোমার আচরন দেখে বিয়ে ঠিক করেছে সেখানে আমার কিছুই করার নেই । যাকে নিয়ে নষ্ট হয়েছো সে এখন কোথায় কেন তোমাকে কঠিন জীবন থেকে উদ্ধার করে নিয়ে যায় না । এখন আমায় তোমার বিয়ের Invite করতেছো আর কাদতেছো আমি কি আমার কান্না থামাতে পারি ভুল হলে আমায় ক্ষমা কর All times তোমারি ভালবাসায় থাকব ।
আমার শেষ কথা,
আমি চাই তুমি নতুন স্বামীকে নিয়ে সুখে থাক বিয়ের পর আমাকে দেখা করার কথা একদম বলবা না । ফোন দিয়ে কথা বলবার চেষ্টাও করবানা যদি ইচ্ছ হয় লুকিয়ে ফোন দিবা কারণ আমি চাই না আমার কোন কারনে তোমার সুন্দর সংসার নষ্ট হোক >> ইতি তোমার জান-RJ
I love you shati
বিষয়: বিবিধ
১১৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন