আমার বাক্তিগত ভুলের মাশুল
লিখেছেন লিখেছেন রক স্টার ০৯ নভেম্বর, ২০১৪, ১২:৫৪:৫৭ রাত
যা জীবনে যানতাম না । যা জীবনে বুঝতাম না । কেন আমি এই ভুলের মাশুল বার বার দিতেছি ।
কি ছিল আমার জীবন আর এখন কি । তুমি কতা দিইয়েছিলে কখনও ভুলবেনা । আজ তুমি মিথ্যার
পাহাড় তোমার নিজে থেকে জন্মাচ্ছ । কি হবে তার পরিনতি তা একবাও ভাবলে না । হয়তো তুমি
টাকার উপরে ঘুমাতে পার কিন্তু আমার এই ব্যার্তমন আর ভাল হবে না । সুকে থাক তোমার বিদেশি
ভালবাসা নিয়ে । আমি তোমা সপ্নের ভালবাসায় মুগ্ধ থাকব । আমার ছালাম দিও তোমার বিদেশি টাকাকে ।
সবাই দোঁয়া করবেন আমি যেন তার মনটা বামদিকে আনিতে পারি ।
আমার ফেইছবুক ইমেইল:- robinshati সার্চ মারলে পাইবেন Røbîn HåwÍâdër
সাপ যখন জীবিত থাকে তখন
সে পিঁপড়া খায়। আবার সাপ যখন
মরে যায় তখন
পিঁপড়া সাপকে খায়।
একটি গাছ দিয়ে যেমন কয়েক লাখ
ম্যাচের কাঠি তৈরি করা যায়,
তেমনি একটি ম্যাচের
কাঠি দিয়েও
কয়েক লাখ গাছ
পুড়িয়ে দেয়া যায়।
সব
সময় সবার সুদিন থাকে না, সময়
একদিন বদলায়।
বিষয়: বিবিধ
১৫৫১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন