ব্লগ আমি থেমে যাব ???? Praying Praying

লিখেছেন লিখেছেন তার কাটা ১০ নভেম্বর, ২০১৪, ০৪:৪৩:৩৮ রাত

ফেসবুকে মাঝে মাঝে দু' এক লাইনের ষ্ট্যাটাস দিতাম। বন্ধুবর ব্লগার ফখরুল বললেন ব্লগে লিখলে নাকি তাড়াতাড়ি ভাল লেখক হওয়া যায়। তাই টু ডে ব্লগে লিখার সিদ্ধান্তে একটা একাউন্ট খোলা, এসে নিজের লিখা এফবি নোট থেকে কয়েকটা পোষ্ট করলাম, নতুন একটা ও লিখলাম। দুই দিন অতিবাহিত হলো কিন্ত আমার কোন লিখা প্রথম পাতায় আসেনি। এতে হতাশ হইনি, হয়তোবা আমার লিখাটি মান সম্মত হয়নি, নতোবা একটু মডারেশন,এই আর কি !!! লাভ হয়েছে প্রচুর ,, অনেক খুরদার লেখকের প্রাঞ্জল ভাষার ঝঙ্কার দেখেছি। অনেকের বাঁশ যুদ্ধ দেখেছি, যা প্রতিপক্ষকে উপহার স্বরুপ দেয়া হয়। আমি যাদের লেখা পড়েছি কাউকে মিরজাফরের মত বাঁশ দেব তা চাইনি, তবে সামান্য ধন্যবাদটুকু দেয়ার সুযোগ এই নাদান পাঠককে দেয়নি কর্তৃপক্ষ। আমি যাদের লিখা পড়ে শিখার চেষ্টা করছি, তাদেরকে একটু উত্সাহ না দিলে অকৃতজ্ঞ থেকে যাব বলে মনে করছি। অনেককেই আমার প্রিয় লিষ্ট এ যোগ করে ঋণ মুক্ত হওয়ার মিথ্যা অভিনয় করছি। লিখা ছাপা না হউক একটু মন্তব্য করার অধিকার কি চাইতে পারিনা ? তাহলে কি ব্লগ আমি থেমে যাব ????

বিষয়: বিবিধ

১৩২২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282856
১০ নভেম্বর ২০১৪ সকাল ১০:৫৯
ফখরুল লিখেছেন : থেমে যাবার কোন সুযোগ নেই, এগিয়ে জেতে হবে সম্মুখ পানে।
১২ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৩০
226705
তার কাটা লিখেছেন : এগিয়ে যেতে চাই একসাথে অনেক দূরে, ধন্যবাদ ফখরুল ভাই।
282867
১০ নভেম্বর ২০১৪ সকাল ১১:৪৯
লজিকাল ভাইছা লিখেছেন : থেমে যাবার কথা ভাবনা থেকে দুরে ঠেলে দেন। আর , এরা ১ দিন কারো লেখা ছাপায় না । এখানে এরা প্রথম ৭ দিন কে প্রথম দিন হিসাব করে। এই যে আপনার সব গুলো লেখা ছাপা হয়েছে , আর আমি ও সব গুলো লেখা এক নিমিশে শেষ করলাম। ভালই লেখেন। চালিয়ে যান। আপনাকে অনেক ধন্যবাদ ।
১২ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৩৩
226706
তার কাটা লিখেছেন : যেতে চাই না অামি ব্লগ ছেড়ে
লজিকাল ভাইছা অামার পাশে অাছে।।
১২ নভেম্বর ২০১৪ রাত ০৮:০৮
226810
লজিকাল ভাইছা লিখেছেন : হু ! ধন্যবাদ
282873
১০ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০৬
অনেক পথ বাকি লিখেছেন : আরে ভাই এত অধৈর্য হলে কিভাবে সামনে অগ্রসর হবেন? ওপরে লজিকার ভাইছার সাথে সহমত। তিনি সব বলে দিয়েছেন।
283107
১১ নভেম্বর ২০১৪ রাত ০৩:৩২
তার কাটা লিখেছেন : ফখরুল, লজিকাল ভাইছা এবং অনেক পথ বাকি ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের উৎসাহে ধৈর্য্যের বাঁধ শক্ত করে বেধেছি। অাজ অামাকে এডমিন ভাইগন মন্তব্য করার সুযোগ দিয়েছেন।
283239
১১ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৪
সাম্য বাদী লিখেছেন : কোথায় জাইবেন? দড়ি দিয়া বাইন্দা রাখুম। ^Happy^ Big Hug Big Hug Big Hug Big Hug
১২ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১৩
226737
তার কাটা লিখেছেন : ভাই এবার বাধঁনটা খুলে দেন,, অার কোথাও যাব না।Waiting Waiting Waiting
283241
১১ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪২
ফেরারী মন লিখেছেন : তার কাটা দিয়া বাইন্ধা রাখমু যাইবেন কই চাচা Rolling on the Floor Rolling on the Floor Big Hug Big Hug
১২ নভেম্বর ২০১৪ দুপুর ০১:২৮
226703
তার কাটা লিখেছেন : অার যেতে ইচ্ছে করছে না, ভাতিজাদের কান্নাকাটি দেখে থেকে গেলাম।
১৫ নভেম্বর ২০১৪ সকাল ০৫:২৫
227498
তার কাটা লিখেছেন : কান্না করনা ভাইচতা/ভাইচতি যাবনা। পাগল/পাগলি এইতো আমি তোমার পাশে আছি!!!:Thinking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File