সোনার ছেলেদের মা জননীর প্রতি।

লিখেছেন লিখেছেন তার কাটা ০৮ নভেম্বর, ২০১৪, ০৪:৪০:০৩ বিকাল

শিবির এ দেশে ভেসে আসা কোন সংগঠন নয়। শিবির বাংলাদেশের কোটি ছাত্রের হৃদয়ের স্পন্দন একমাত্র প্রিয় নিরাপদ আশ্রয়স্থল। যারা শিক্ষাঙ্গনকে পতিতালয়,সন্ত্রাস, নোংরামী ,জাতির ক্ষতিকর নেশার জায়গা বানাতে চায়। ইসলামী ছাত্র শিবির তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে শিক্ষাঙ্গনে শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখতে,ছাত্রদের কে জাতির কল্যানে সত্যিকারের একজন যোগ্য নাগরিক তৈরি করতে কাজ করে যাচ্ছে। যা সরকারের লালন করা সোনার ছেলেদের কৃতকর্মের বিপরীত। সোনার ছেলেরা চায় ধর্ষনে সেঞ্চুরী, অস্ত্রবাজি ,নেশা, খুন আর চাদাবাজী সহ সকল অপকর্ম করতে। মাঝখানে দেয়াল হয়ে দাড়ায় ইসলামী ছাত্র শিবির। এ জন্য সোনার ছেলেদের গর্বিত জননী শিবিরকে শেষ করে দেয়ার ব্যর্থ প্রচেষ্টায় অত্যাচারের মাত্রা বাড়িয়ে রক্তখেকো ডাইনির বেশে ষঢ়যন্ত্র চালিয়ে যাচ্ছে। শিবিরের নিরপরাধ ভাইদের রক্তে রাজপথ রক্তাক্ত করছে,অসহায় ছাত্রদের গ্রেফতার করে পেটুয়া পুলিশলীগের মাধ্যমে পঙ্গু করে দেয়া হচ্ছে,শান্তি প্রিয় ছাত্রদের কুরান ও ইসলামী সাহিত্য জ্বালিয়ে মেস ও ছাত্রাবাস তছনছ করে মোবাইল,লেপটপসহ অর্থ লুটপাট করে নিয়ে যাচ্ছে। শিক্ষাঙ্গণ এখন রণক্ষেত্র এবং আতঙ্কিত একটি ভয়াভহ জায়গায় রূপ নিয়েছে।শান্তি কন্যা গর্বিত জননীকে স্মরণ করে দিতে চাই শান্তি প্রিয়,অসহায়,নিরপরাধ মাজলুম ছাত্রদের আর্তনাদে আল্লাহ আপনার এই ধাম্ভিকতা ধুলিস্মাৎ করে দিবেন। আপনার বাবা মানুষের উপর অত্যাচার করে বাংলার মাটিতে বেশি দিন টিকে থাকতে পারেনি। আজো সেই বাংলা বহমান যা আযাদির রক্ত চিহ্ন বহন করে আছে। সময় থাকতে ভালো হয়ে যান। ভুলে যাবেন না আপনি মীরজাফরদের মাঝে বাস করেন । অবিলম্বে শিবিরের কেন্দ্রীয় সভাপতি,সাবেক সভাপতিবৃন্দ এবং সারাদেশ থেকে গ্রেফতারকৃত সকল ছাত্রদের নিঃশর্ত মুক্তি দিয়ে দেশের কল্যাণে কাজ করেন। চুরি করতে করতে তো পুরো পদ্মাই খেয়ে ফেললেন। এবার একটু মৃদুভোজি হয়ে খাওয়া বন্ধ করেন। আছেন আর কয়টা দিন ? অন্তত শেষটা ভাল করার চেষ্টা করেন। জাতি আর ২৮ দেখতে চায় না। জাতিকে ইতিমধ্যে ২৮ অক্টোবর ২৮ ফেব্রুয়ারীর মত গণ হত্যার তান্ডব লীলা উপহার দিয়েছেন। আর না পারলে ব্যর্থতা প্রকাশ করে নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করুন। আর হা করে দেথুন মুজিব কন্যাকে বাংলার মানুষ কতটুকু ভালবাসে। আর এ অবস্থা চলতে থাকলে মানুষ কঠোর আন্দোলনের মাধ্যমে অপমান করে ঘাড় ধরে গদিচ্যুত করবে। তখন দাদা বাবুদের কোলে উঠার ও সময় পাবেন না।

বিষয়: বিবিধ

১৪০৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282356
০৮ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৬
ফখরুল লিখেছেন : টুডে ব্লগে স্বাগতম। Rose Rose Rose Rose
১২ নভেম্বর ২০১৪ দুপুর ০১:২৪
226701
তার কাটা লিখেছেন : ধন্যবাদ ,,, Waiting Waiting Applause
282861
১০ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৮
লজিকাল ভাইছা লিখেছেন : সোনার ছেলেরা চায় ধর্ষনে সেঞ্চুরী, অস্ত্রবাজি ,নেশা, খুন আর চাদাবাজী সহ সকল অপকর্ম করতে। মাঝখানে দেয়াল হয়ে দাড়ায় ইসলামী ছাত্র শিবির। একমত আপনার সাথে তার কাটা ভাই। টুডে ব্লগে স্বাগতম। একটা Rose দিলাম
১২ নভেম্বর ২০১৪ দুপুর ০১:২৩
226700
তার কাটা লিখেছেন : ধন্যবাদ লজিকাল ভাইছা,,,, Good Luck (~~)
283112
১১ নভেম্বর ২০১৪ রাত ০৩:৪০
তার কাটা লিখেছেন : লজিকাল ভাইছা ও ফখরুল ভাইকে স্বাগতম। Rose Rose Rose Good Luck Good Luck
287472
২৪ নভেম্বর ২০১৪ সকাল ১১:০২
যা বলতে চাই লিখেছেন : ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
২৪ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৭
231163
তার কাটা লিখেছেন : Broken Heart Broken Heart Broken Heart Broken Heart ধন্যবাদ অাপনাকে ও মন্তব্য করার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File