পোষ্যদের রিযক নষ্ট(সংকীর্ণ)করা গোনাহ

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ০২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১০:২৭ রাত

হাদীস

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ‏"‏ كَفَى بِالْمَرْءِ إِثْمًا أَنْ يُضَيِّعَ مَنْ يَقُوتُ ‏"‏ ‏.‏

আবদুল্লাহ ইবনু ‘আমর রাযিয়াল্লাহু ‘আনহু সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ পাপী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে, সে তার উপর নির্ভরশীলদের রিযিক্ব নষ্ট করে। (আবু দাউদ:১৬৯২)

#আলোচনা: যাদের ভরণপোষণের দায়িত্ব তার উপর, তাদের অধিকার নষ্ট করা, ভরণপোষণে কার্পণ্য করা বা রিযক বঞ্চিত করাটা তার জন্য গোনাহ! মানুষের পরিবার, পোষ্য, অধীনস্থ, চাকর তথা তার উপর নির্ভরশীলদের জন্য ব্যয় করা তার উপর ওয়াজিব। হাদীসটির বিস্তারিতরূপ হলো-

খায়সামাহ্ (রহ.) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি আবদুল্লাহ ইবনু আমর (রা.) এর সাথে বসা ছিলাম, এমন সময় তার কোষাধ্যক্ষ আসলেন। তিনি বললেন, তুমি কি গোলামদের খাবারের ব্যবস্থা করেছো? তিনি বললেন, না! অতঃপর তিনি বলেন, তুমি গিয়ে তাদের খাবার দিয়ে আসো। তিনি বললেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ "পাপের জন্য এই যথেষ্ট যে, যাদের খোরপোষ তোমার দায়িত্ব তুমি তাদের রিযক আটকে রাখবে।" (সহীহ মুসলিম:৯৯৬)

#পরিবার_অধিনস্থদের_জন্য_ব্যয়_করার ফযিলত

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উত্তম দান তা-ই, যা দিয়ে মানুষ অভাবমুক্ত থাকে( অথবা প্রয়োজনের অতিরিক্ত জিনিস সদাকাহ করা)। যাদের ভরণ-পোষণ তোমার দায়িত্বে, প্রথমে তাদেরকে দিবে।(বুখারী:১৪২৬)

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: (إِذَا أَنْفَقَ الرَّجُلُ عَلَى أَهْلِهِ يَحْتَسِبُهَا فَهُوَ لَهُ صَدَقَةٌ) "সওয়াবের আশায় কোনো মুসলিম যখন তার পরিবার-পরিজনের প্রতি ব্যয় করে, তা তার সদাকাহ হিসাবে গণ্য হয়"। (বুখারী:৫৩৫১, মুসলিম:১০০২)

আবূ হুরাইরাহ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ একটি দীনার তুমি আল্লাহর পথে ব্যয় করলে, একটি দীনার গোলাম আযাদ করার জন্য এবং একটি দীনার মিসকীনদেরকে দান করলে এবং আর একটি তোমার পরিবার-পরিজনের জন্য ব্যয় করলে। এর মধ্যে (সাওয়াবের দিক থেকে) ঐ দীনারটিই উত্তম যা তুমি তোমার পরিবারের লোকদের জন্য ব্যয় করলে।(মুসলিম:৯৯৫) অপর বর্ণনায় এসেছে-

("‏ أَفْضَلُ دِينَارٍ يُنْفِقُهُ الرَّجُلُ دِينَارٌ يُنْفِقُهُ عَلَى عِيَالِهِ) কোনো ব্যক্তি যে সব দীনার ব্যয় করে থাকে এর মধ্যে ঐ দীনারটি উত্তম যা সে তার পরিবার-পরিজনের উদ্দেশে খরচ করে।...

আবূ কিলাবাহ (রহ.) বলেন, ঐ ব্যক্তির চেয়ে আর কে বেশি সাওয়াবের অধিকারী যে তার ছোট ছোট সন্তানদের জন্য খরচ করে এবং আল্লাহ তা'আলা এর বিনিময়ে তাদেরকে পবিত্র রাখেন, উপকৃত করেন এবং অভাব মুক্ত রাখেন।(দ্রষ্টব্য, সহীহ মুসলিম:৯৯৪)

#বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে আমর (রা.)

#মান:হাসান, সহীহ

#গ্রন্থ: আবু দাউদ, যাকাত অধ্যায়, হা:১৬৯২, আল মুসতাদরাক:১৫৫৫, নাসাঈর সুনানুল কুবরা:৯১৭৭, তাবারানীর মু'জামুল আওসাত:৫১৫১,মুসনাদে বাযযার:২৪১৫, বাইহাকীর সুনানুল কুবরা: ১৫২১৭, ১৭২৬৬,মুসনাদে আহমাদ:৬৪৫৯,৬৭৮০,৬৭৮৯, সহীহুল জামে':৪৪৮১, মুসনাদে আবু দাউদ ত্বয়ালিসী:২৩৮২, মুসনাদে আল হুমাইদী:৫৮২, শরহে সুন্নাহ:২৪০৭

#সংকলন ও সম্পাদনায়: সামসুল আলম

#দরসে_হাদীস

বিষয়: বিবিধ

৬১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File