অতি ঝগড়াটে আল্লাহর কাছে ঘৃণিত

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ০২ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৪৪:৪১ রাত

হাদীস

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْغَضُ الرِّجَالِ إِلَى اللَّهِ الْأَلَدُّ الْخَصِمُ

বাংলা: ‘আয়িশাহ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহর কাছে সর্বাধিক ঘৃণ্য ঐ ব্যক্তি, যে সব সময় ঝগড়ায় লিপ্ত থাকে। (বুখারী:২৪৫৭,৭১৮৮)

#আলোচনা: আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হলো অতি ঝগড়াটে ব্যক্তি। অতি ঝগড়াটে ঐ লোক যে সবসময় ঝগড়ায় লিপ্ত থাকে। আলোচ্য হাদীসে মিথ্যা বিষয়ে ঝগড়া-বিবাদ, তর্ক-বিতর্কে অতিপটুদের সতর্ক করা হয়েছে, তারা আল্লাহর কাছে অধিক ঘৃণিত। যারা অনর্থক দ্বন্দ্ব,বিতর্ক, ঝগড়া, কলহ, বিবাদ করতে ভালোবাসে। আল্লাহ বলেন-

"আর মানুষের মধ্যে এমনও আছে, যার কথা দুনিয়ার জীবনে তোমাকে অবাক করে এবং সে তার অন্তরে যা রয়েছে, তার উপর আল্লাহকে সাক্ষী রাখে। আর সে কঠিন ঝগড়াকারী।" (সূরা বাকারা, ২:২০৪) ঝগড়াটে লোক হলো কাফির, মুশরিক ও মুনাফিকরা। আল্লাহ বলেন-

"আর আমি তো তোমার ভাষায় কুরআনকে সহজ করে দিয়েছি, যাতে তুমি এর দ্বারা মুত্তাকীদেরকে সুসংবাদ দিতে পার এবং কলহপ্রিয় কওমকে তদ্বারা সতর্ক করতে পারো।(সূরা মারইয়াম, ১৯:৯৭)

(الْأَلَدُّ الْخَصِمُ) এর মর্মার্থ সম্পর্কে তাফসীরে কুরতবীতে এসেছে- ইবনে আব্বাস রা. এর মতে, মারাত্মক ঝগড়াটে। আবু উবাইদাহ রা. বলেন- "যে সত্যকে গ্রহণ করে না, মিথ্যা দাবি করে।" হাসান রহ. বলেন-যে সত্যের ব্যাপারে বধির। দিহাক রহ. বলেন- মিথ্যা নিয়ে বিতর্ক করা। (দ্রষ্টব্য: সূরা মারইয়ামের তাফসীর)

ঝগড়া-বিবাদের কুফল: অতি ঝগড়াটে স্বভাব, অধিক বিতর্কের কারণে মানুষ সত্য থেকে দুরে চলে যায়, পথভ্রষ্টতায় পতিত হয়। এই বিতর্কের কারণেই দ্বীন ধ্বংস হয়। মানুষের পারস্পরিক ঝগড়া-বিবাদের কারণেই রাসূলুল্লাহ সা. লাইলাতুল ক্বদরের সুনির্দিষ্ট তারিখ জানাতে পারেন নি। (বুখারী:২০২৩)

আবূ উমামাহ (রা.) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোনো সম্প্রদায় হিদায়াতের রাস্তা পেয়ে আবার পথভ্রষ্ট হয়ে থাকলে তা শুধু তাদের বিবাদ ও বাক-বিতণ্ডায় জড়িত হওয়ার কারণেই হয়েছে। তারপর তিনি এ আয়াত পাঠ করেন-

“এরা শুধু বাকবিতণ্ডার উদ্দেশেই আপনাকে এ কথা বলে। বস্তুত এরা তো এক ঝগড়াটে সম্প্রদায়"- (সূরা যুখরুফ ৫৮)

(দ্রষ্টব্য: তিরিমযী:৩২৫৩, ইবনে মাজাহ:৪৮)

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ "তোমরা পরস্পর শত্রুতা, হিংসা-বিদ্বেষ পোষণ করা হতে নিবৃত্ত থাকো। যেহেতু, তা দ্বীনকে মুণ্ডন (বিনাশ) করে দেয়।" (তিরমিযী:২৫০৮)

এক হাদীসে এসেছে- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-

"যে ব্যক্তি জেনে বুঝে মিথ্যা বিবাদ করে, সে তা ত্যাগ না করা পর্যন্ত আল্লাহর অসন্তুষ্টি দ্বারা পরিবেষ্টিত থাকে। যে ব্যক্তি কোনো ঈমানদারের এমন দোষ বলে বেড়ায় যা তার মধ্যে নেই, আল্লাহ তাকে জাহান্নামীদের আবর্জনার মধ্যে বসবাস করাবেন। অতএব তাকে শীঘ্রই তার কথা থেকে তওবা এবং ত্যাগ করা উচিত।" (আবু দাউদ:৩৫৯৭)

আবু দারদা (রা.) বলেন- তোমার পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, তুমি সর্বদা ঝগড়া-বিবাদে লিপ্ত থাকবে; তোমার পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, তুমি সর্বদা তর্ক-বিতর্ক করতে থাকবে। (সুনানে দারেমী:২৯৬)

হাদীসটির ভিন্ন ভাষ্য-

إِنَّ أَبْغَضَ الرِّجَالِ إِلَى اللَّهِ الْأَلَدُّ الْخَصِمُ

#বর্ণনাকারী: আইশা (রা.)

#মান:সহীহ

#গ্রন্থ: বুখারী, মুযালিম অধ্যায়, হা:২৪৫৭, তাফসীর অধ্যায়:৪৫২৩, আহকাম অধ্যায়, হা:৭১৮৮; সহীহ মুসলিম, ইলম অধ্যায়, হা:২৬৬৮, নাসাঈ:৫৪৩৮, আহমাদ:২৩৭৫৬,২৩৮২২, ২৫১৭৬, তিরমিযী:২৯৭৬, সহীহ ইবনে হিব্বান:৫৬৯৭, জামিউস সগীর:৫৫, সহীহুল জামে':৩৯, বাইহাকীর সুনানুল কুবরা:১৯৬৬৮, সহীহাহ:৩৯৭০, ফাইযুল কাদীর:৫৫

#সংকলন ও সম্পাদনায়: সামসুল আলম

#দরসে_হাদীস

বিষয়: বিবিধ

৬৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File