সালাতে দু'পায়ের মাঝখানে কতটুকু ফাঁক থাকবে?

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ৩১ মে, ২০১৭, ০২:৪১:১৯ রাত

কাতার সোজা করা সালাতের পূর্ণতা:

বর্তমান সময়ে সালাতের প্রথম ও প্রধানত ত্রুটি হলো কাতারে সোজা হয়ে না দাঁড়ানো এবং মুসুল্লীদের পরস্পরের মাঝে ফাঁক বন্ধ না করা। আমরা জামাতে নিজেদের ইচ্ছেমতো দাঁড়িয়ে যাই, পার্শ্ববর্তী মুসুল্লীদের প্রতি লক্ষ্য করি না এবং আগের কাতারকে পূর্ণ করি না। মসজিদে দাগ কাটা সত্ত্বেও আমাদের বুক/ কাঁধ সোজা হয় না যার ফলে কাতারও সোজা হয় না। অথচ কাতার সোজা করা সালাতকে পরিপূর্ণ করে।

আনাস ইবনু মালিক (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কাতারসমূহ সোজা করবে। কারণ কাতারসমূহ সোজা করার দ্বারাই সালাত পূর্ণতা পায়। (বুখারী:৬৯০, মুসলিম: ৬৫৬/৪৩৩)



ইবনু ‘উমার ও আবূ শাজারাহ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা তোমাদের কাতারসমূহ সোজা করে নাও, পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও এবং উভয়ের মাঝখানে ফাঁক বন্ধ কর আর তোমাদের ভাইদের হাতে নরম হয়ে যাও। (আবু দাউদ: ৬৬৬, নাসাঈ:৮১৮)

সালাতে দাঁড়ানোর নিয়ম এবং দু'পায়ের মাঝখানে কতটুকু ফাঁক থাকবে?

পায়ের সাথে পা ও কাঁধের সাথে কাঁধ মিলানো:

যে বিষয়ে স্পষ্ট ও সহীহ হাদীস রয়েছে সেসব বিষয়ে আমাদের হাদীস-বিরোধী মত বিদ্বানদের কাছ থেকে গ্রহণ করা যাবে না। তিনি যত বড় পন্ডিত আর বিশেষজ্ঞ হৌন না কেন! দেখি হাদীসে কী এসেছে-

আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তোমাদের কাতার সোজা করে নাও। কেননা, আমি আমার পেছনের দিক থেকেও তোমাদের দেখতে পাই। [আনাস (রাঃ) বলেন] আমাদের প্রত্যেকেই তার পাশ্ববর্তী ব্যাক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম। (বুখারী ৬৯২) আর সুনানে নাসাঈয়ের বর্ননায়'-

আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কাতারে পরস্পর মিশে দাঁড়াও। কাতার সমূহকে পরস্পর নিকটবর্তী রাখ এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। যার হাতে মুহাম্মাদের প্রাণ তার শপথ! আমি শয়তানকে দেখছি ছোট ছোট বকরীর মত কাতারের মধ্যে প্রবেশ করতে। (নাসাঈ:৮১৫, আবু দাউদ: ৬৬৭)



জামাতের বিষয়ে নির্দেশ এসেছে, সালাতে কাতার সোজা করতে হবে মুসুল্লীদের পায়ের সাথে পা ও কাঁধের সাথে কাঁধ মিলিয়ে। সুতরাং প্রত্যেকের পা থাকতে হবে কাঁধ বরাবর, এতে দু'পায়ের মাঝখানে যতটুকু ফাঁক থাকে এটাই হলো সালাতে মুসল্লির পায়ের মাঝখানে ফাঁক! কেননা পা যদি কাঁধ বরাবর না হয়ে চেপে থাকে তাহলে পার্শ্ববর্তী মুসুল্লী তার পায়ের নাগাল পাবে না (কাঁধের কারণে) আর যদি পা বেশি ফাঁক করে দাঁড়ায় তাহলে পাশের মুসুল্লী কাঁধের নাগাল পাবে না (পায়ের কারণে)। সুতরাং বুঝা গেল দুপায়ের মাঝখানের ফাঁক হবে ব্যক্তির আকার অনুযায়ী, নির্দিষ্ট কোনো পরিমাণ নয়।

আল্লাহ আমাদের হেদায়েতের সঠিক বুঝ দান করুন। আমীন!!

বিষয়: সাহিত্য

১০৪০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383183
৩১ মে ২০১৭ রাত ০৯:১৩
মনসুর আহামেদ লিখেছেন : ভালো লাগলো , অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File