জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার প্রাপ্ত মুমিনদের গুণাবলী
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ০৯ ডিসেম্বর, ২০১৪, ১১:৪০:৫০ রাত
জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার প্রাপ্ত মুমিনদের গুণাবলী:-
মহান আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন তারাই হলো সফলকাম! নিচে সংক্ষেপে তাদের সম্পর্কে আলোচনা করা হলো-
(০১) সালাতে বিনয়ী, নম্র ও স্থির: সালাতে খুশূ-খুযু হওয়া, এর মানে হলো- সালাতকে সুন্নাহ অনুযায়ী মনোযোগের সাথে একনিষ্ঠভাবে আদায় করা।
(০২) অনর্থকতা থেকে বেঁচে থাকা: এক কথায় বলা যায়- যাতে কোনো ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ নেই এমন কথা ও কাজ থেকে বিরত থাকা।
(০৩) যাকাত আদায় করা: বিস্তারিত ভাবে- আল্লাহর দেয়া রিযক থেকে তার সন্তুষ্টিতে যাকাত ও সদাকা আদায় করা।
(০৪) যৌনাঙ্গকে হেফাজত করা: এর মানে হলো বৈধ উপায় ব্যতীত যৌনাঙ্গকে সংযত রাখা।
(০৫) আমানত প্রত্যর্পণ করা: আমানত, কারো গচ্ছিত অর্থ-মাল/কথা- অঙ্গিকার বা নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে আদায় করা।
(০৬) অঙ্গীকার পূরণ করা
(০৭) সালাতকে সুরক্ষা করা: সংক্ষেপে বলা যায়- যথা সময়ে যথা নিয়মে সালাত আদায় করা।
...............................(দ্র: সূরা মুমিনুন: ১-১১, পারা: ২৩)
মুসনাদে আহমাদে বর্ণিত এক রেওয়াতে, ওমার ফারুক (রা.) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি যখন ওহী নাযিল হতো, তখন কাছের লোকদের কানে মৌমাছির গুঞ্জনের মতো আওয়াজ হতো। একদিন তার কাছে এমনি আওয়াজ শুনে আমরা সদ্যপ্রাপ্ত ওহী শোনার জন্য থেমে গেলাম। ওহীর বিশেষ অবস্থা সমাপ্ত হলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতে লাগলেন:-
হে আল্লাহ! আমাদের বাড়িয়ে দাও, কম দিও না। আমাদের সম্মানিত করো, অপমানিত করো না। আমাদের দান করো বঞ্চিত করো না। অন্যদের উপর আমাদের অধিকার দাও, অন্যদেরকে আমাদের উপর অগ্রাধিকার দিও না। আমাদের উপর সন্তুষ্ট থাকো, এবং তোমার সন্তুষ্টিতে আমাদের সন্তুষ্ট রাখো।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: এতোক্ষণ দশটি আয়াত আয়াত নাযিল হয়েছে, যে ব্যক্তি এ আয়াতগুলো পুরোপুরি পালন করবে, সে সোজা জান্নাতে প্রবেশ করবে। এরপর তিনি তেলাওয়াত করতে লাগলেন.. (সূরা মুমিনুনের প্রথম দশ আয়াত)।
নাসাঈতে তাফসির অধ্যায়ে বর্ণিত আছে, আয়িশা (রা.)কে প্রশ্ন করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর চরিত্র কেমন ছিল? তিনি বললেন-
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর চরিত্র গোটা কুরআন। এরপর তিনি পাঠ করতে লাগলেন... (সূরা মুমিনুনের প্রথম দশ আয়াত।
(বিস্তারিত দেখুন- তাফসিরে ইবনে কাসীর,তাফসিরে মারেফুল কুরআন; সূরা মুমিমুন )
বিষয়: বিবিধ
১০৮২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন দুনিয়া ও আখিরাতে ।আমীন !
ইয়া রব্বাল আলামীন!!
ধন্যবাদ।
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন দুনিয়া ও আখিরাতে ।আমীন !
ইয়া রব্বাল আলামীন!!
মন্তব্য করতে লগইন করুন