প্রশংসিত নাম
লিখেছেন লিখেছেন udash kobi ০৩ মে, ২০১৭, ০১:২৬:৪২ রাত
কাঁদে মন
সারাক্ষণ
কার বিরহে বুকের দহন
চোখে জল
টলমল
গভীর যত মনের জ্বলন।
সৃষ্টির যত গুণাবলী
যত সর্বনাম!
তারই নামে দুরূদ পড়ি লাখো সালাম!!
বিশ্বনবী
পথ-রবি
রহমাতুল লিল আলামীন
মন পাখি
মাখামাখি
তারই সুরের বাজায় বীণ
যার হাসিতে দীপ্ত হলো এই ধরাধাম
তারই তরে দরূদ পড়ি লাখো সালাম!!
তিনি মাহী
পূণ্যরাহী
মদীনার ফুল পূর্ণিমার চাঁদ
শুভ্র তারা
মাতোয়ারা
বাশির নাযির নাম মুহাম্মাদ
নবী-মোহর আহমাদে প্রশংসিত নাম!
তারই তরে দরূদ পড়ি লাখো সালাম!!
(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
........................।- আহমাদ সা-জিদ(উদাসকবি)
বিষয়: সাহিত্য
৮০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন