প্রেতাত্মা

লিখেছেন লিখেছেন udash kobi ১৪ জানুয়ারি, ২০১৭, ১১:৩০:০০ রাত

মাঝে মাঝে শকুনের দু'আয় গরু মরে

সৃষ্টির ভারসাম্য রক্ষায়

আমিষ তো আর ছুরিতে নেই

একটু আধটু পিস্তলও রাখতে হয়।

পাঁচ তারকা জেলখানা থাকতে

ছুঁচো মেরে গন্ধ শুঁকার দরকার কী?

হাতের নাগালেই যেখানে পুরো পৃথিবী

আর বিশ্বখ্যাত বিনোদনে ভরপুর।

ঘুমাবে সেলের আয়েশি বিছানায়

নাক ডাকবে অরি-ঘরে।

কপালে রাজতিলক নিয়ে জন্ম যাদের

সহস্র অপরাধেরও কোনো দন্ড নেই

মঙ্গলগ্রহে পাঠালেও কখনো তাদের

চরিত্র পাল্টাবে না

ওরা চায় বীমাহীন জীবনের নিরাপত্তা

ভোগ-উপভোগে

সময় ছাড়া ওদের কে রুখবে?

ওরা চলে গেলেও প্রেতাত্মারা ঠিকই রয়ে যায়।

যাদের দেহ পঁচে গলে-

অস্থিমজ্জাও মাটির খোরাক

ওদের প্রেতাত্মারা ঠিকই নিয়মিত

সই সাবুদে সরকারী বেতনে

আয়েশী জীবনের উৎসবে মাতে।

বিষয়: সাহিত্য

৮৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File