ঊন বর্তমান
লিখেছেন লিখেছেন udash kobi ২৫ ডিসেম্বর, ২০১৬, ০২:৪৮:৩১ রাত
মিলনাত্মক উপন্যাসের শেষ অঙ্কটায়
অশ্রু ঝরানো সুখ!
তবুও ভালো, আকাশের নাট-বল্টু খুলে যায় নি
রহস্যময় বৃষ্টির উৎপাতে সরকারী ফরমান জারি হতো
বিশেষ বিচারালয়ে চলত ফয়সালা..
দন্ডিত রায়ে অদ্ভুত যুক্তিপ্রদর্শন।
এখানে যুক্তি কাজে আসে না-
আইসক্রীমে কমই ঠান্ডা...
শীতলঘরে আভিজাত্যের উলঙ্গ প্রদর্শনী।
চোখ আর মনের কথা বলে না-
অভিনয় এখানেও আছে!
আমার তো আর বিশ্বকোষ নেই
অভিধানও বাজেয়াপ্ত হয়েছে
জানি, খোলা আকাশেও ১৪৪ ধারা জারি হয়েছে
তবুও ভালো, কবিতার বই বাদামওয়ালার হাত ঘুরে
আমারই হাতে আসে!
বিষয়: সাহিত্য
৯৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন