জীবনটা বর্ণিল (উদাসীগীত)

লিখেছেন লিখেছেন udash kobi ২৫ নভেম্বর, ২০১৬, ০২:৪২:৩৬ রাত

আলোকিত সন্ধ্যাটা রঙ জমকালো

তোমারই আঁচলের রূপের আলো

বর্ণিল লাগে সব, জীবনটা বর্ণিল

তোমারই ছোঁয়া পেয়ে হয় স্বপ্নীল!!

দৃষ্টি তোমার যেন চাঁদের কণা

হাসিতে ঝরে তাই মুক্তোর দানা

ইচ্ছেগোলক রঙ্গ ধাঁধায়

সব গড়মিল!

তোমারই ছোঁয়া পেয়ে

হয় স্বপ্নীল!!

তোমার বিরহে মনে আগুন জ্বলে

পাথরে জমাট হৃদয় বরফ গলে

কাছে এলে হয়ে যায়

মন গাঙচিল!

বর্ণিল লাগে সব, জীবনটা বর্ণিল!!

বর্ণিল লাগে সব, জীবনটা বর্ণিল

তোমারই ছোঁয়া পেয়ে হয় স্বপ্নীল!!

বিষয়: সাহিত্য

৯২৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380151
২৬ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:২৬
egypt12 লিখেছেন : ভালো লাগলো... Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File