এখন (উত্তমবাচক)

লিখেছেন লিখেছেন udash kobi ২৪ নভেম্বর, ২০১৬, ০২:২৮:৫১ রাত

কখনো ভাবি তোমার কথা, কোথায় আছো.............. এখন।

স্বার্থবাজের গোলকধাঁধায় জীবন ভাসে যখন

থাকতে কোথায়........... থাকতে যদি পাশে, ছিলে কোথায় তখন।

ভাবনার সব ফলগুলোতে জং ধরেছে এখন।

কিভাবে তোমার কাটছে জীবন, জীবনপাতের সফরনামায়

প্রশ্ন জাগে মনের মাঝে, আমায় কি তুমি মিস করো?

মনের মাঝে অভাববোধের বুক হাহাকার গল্প আসে?

স্মৃতি নিয়ে চোখের কোণে একটুও কি অশ্রু জমে?

তবুও বলি প্রশ্ন নিয়ে-

কেমন করে সময় কাটে..................................... এখন।

ঝড় ঝাপটার দিনগুলো আজ ফুরিয়ে গেছে

এখনো তাই অনুভবে, নয় নম্বরের বিপদ সংকেত

সাইক্লোন আর টনের্ডো, ভালোবাসার-

জলোচ্ছ্বাসের উল্লাসে, বসত-মনের ভিটা গেল, সাথে গেলে তুমি

শান্ত হলো আকাশ-বাতাস, এই প্রকৃতি

মানুষগুলোর রঙ ফুরালো, নতুন ধ্যানের সঙ্গী হলো

রংধনুতে সাজলো আকাশ, ফুলে ফলে ভরলো বাগান

কিন্তু- তুমি আর এলে না,

ঠিকানাহীন হলে তুমি, দৃষ্টিতে ঝাপসা হলেও

............................................... মনের মাঝে এখন

তাই তো মনে প্রশ্ন জাগে.........

কেমন করে কাটছে সময়....................................এখন।

জানি তুমি ভুলে গেলে, এই হৃদয়ের ঠিকানাটা

চোখের পাতায় আটকে গেছে অন্যভুবন প্রাসাদ

জানি তুমি অন্য এখন

অন্যপাতার পদ্মাসনে

সাগর জলে সাতার কেঁটে

চন্দ্রাসনে ঘুমুতে যাও।

জানি আমি নই তো কিছু, অভিশাপের গোল-চত্বরে

এই পৃথিবীর সকল শাপে, আমি কিনা সফল বর

কিন্তু তবুও তোমায় ভাবি, নিখাদ করার ভালোবাসায়

প্রশান্তি আজ মনের মাঝে-

লিখবে কি একটা চিঠি এই হৃদয়ের ঠিকানাটায়

সব সময় তাই খুলে রাখি ডাকঘরটা.........................এখন

বিষয়: সাহিত্য

৯৯০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380128
২৫ নভেম্বর ২০১৬ রাত ০৮:৪৭
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো /

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File