নির্ভেজাল বাস্তবতা
লিখেছেন লিখেছেন udash kobi ১৯ নভেম্বর, ২০১৬, ১২:৪৬:১৩ রাত
আমি তোমাকে বলতে পারি না সাদর সম্ভাষণ
হৃদয়ের কোণে জন্মে ঘা, চোখের কোণে অশ্রু
তুমিও কখনো বলো নি মুখের ভাষায় কিংবা
কখনো খুজি নি, হাত ধরতে কোনো ছুতো
কখনো বলতে পারি নি, তোমার চোখের ভাষা
আমি যে বুঝতে পেরেছি। কিংবা তুমিও বলো নি
আমার মনের ভাষা তুমি পড়তে পেরেছো।
দূরত্ব থেকে দূরত্ব, হারিয়েছি চোখের পলকে
তোমার ভাষা, আশা, স্বপ্নের রঙিন পালক।
আমি জানি, তোমার হৃদয়ে আমার ছবি
আর আমার অন্তরে তোমার স্মৃতির বাস।
এখানেই শান্তির পায়রা ওড়ে। প্রশান্তি নির্ভেজাল।
বিষয়: সাহিত্য
৯৩৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন