এক পৃথিবী গল্প
লিখেছেন লিখেছেন udash kobi ১৬ নভেম্বর, ২০১৬, ০৮:০৪:৩০ রাত
এক আকাশের নিচে, হাজারো গল্পের ভীড়ে
এক পৃথিবীর সমস্ত কবিতায় গল্পের গভীরে
একটি মৌমাছির কথা, মৌচাকের মধুকোষে
একটি ঢিল একটি গল্প, মৌমাছির কষ্টভূবনে।
একটি ফুলের গল্প লিখি মালির অগোচরে
কেউ কি জানে গল্পের ভিতর কী গল্প আছে
একটি কবিতা একটি মেয়ে, তার জীবনের গল্পে
অল্প কিছু ছন্দ দিয়ে মন্দ হওয়ার নাট্যমঞ্চ।
একটি ছড়া পাখির গানে, ব্যাকুল করা সুরে
দুইয়ের ভিতর এক লুকিয়ে গল্প বলার ছলে।
একটি কথা ইতিবাচক, একটি কথা নেতিবাচক
চমৎকারের সাথে কেমন চলছে খেলা লেজগোবড়ে
একটি শব্দ সুখের সময়, একটি শব্দ সময়ের তালে
গা ভাসিয়ে দিলাম যখন ঐ না স্রোতের টানে।
একটি বর্ণ আলোছায়ার, একটি বর্ণ ভাগ্যের
মিশ্র যখন জীবন ঘড়ি, নয় যে ত্রুটিমুক্ত।
একটি হাসি জীবন শুরু, একটি হাসি জীবনের
আলোছায়ার সাথে কেমন দুই পৃথিবীর গল্প।
একটি গান বাঁচার জন্য, একটি গানে জীবন
বিশ্বাস আর ভালোবাসায় জীবনের যত সুর।
এক আকাশের নিচে, হাজারো গল্পের ভীড়ে
এক পৃথিবীর সমস্ত কবিতায় গল্পের গভীরে
বিষয়: বিবিধ
১০২৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন