প্রতিভা

লিখেছেন লিখেছেন udash kobi ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:৩৭:১৮ রাত




আমাদের মাথার মগজে

শিরায় উপশিরায়, রক্তকণিকায়

মাথার তালু থেকে পায়ের পাতার

প্রতিটি কোষ আর লোমকূপে

বুদ্ধি, প্রতিভা আর মেধার উত্পাত!

প্রতিটি কন্ঠনালী থেকে,

চোখ, কান, নাকের ছিদ্রপথে

ঠিঁকরে বের হয় পান্ডিত্য

মাথার চুলে, বুকের গর্তে

গিজগিজ করছে মেধা

শ্বাসতন্ত্রে নিত্য ঝগড়া বাঁধে

উন্নত কৌশল আর প্রতিভা।

আমাদের শৈশব থেকে কৈশোর

তারুণ্য থেকে বার্ধক্য

অবাধে চলে বুদ্ধি ও সিদ্ধির চর্চা।

এখানে প্রতিভার চুলকানীতে অস্থির

সমাজ ও বিবেকের বাতিঘর!

প্রতিভাদের অত্যাচারে অতিষ্ঠ

গাছের শিঁকড় থেকে মুকুল!

প্রতিভার চেতনায় এখানে

নিত্য গর্ভপাত ঘটায় উদ্ভিদ!

মেঘের রক্তক্ষরণে উল্লসিত বিচিত্র প্রতিভার প্রাণী

সবখানে আজ প্রতিভার বিচিত্র ছত্রাক।

এখানে রোজ বিক্রি হয় সূলভে

মেধা, মনন আর উদারতা ও মুক্তমনার কৌশল

তেল মর্দন আর তোষামোদে, প্রযুক্তির সাথে

অবভাবনীয় সাফল্যের জোয়ারে ভেসে যাচ্ছে

রাজনীতি থেকে দেশ।

প্রতিভার দূর্বার সংক্রামকে নিমজ্জিত আজ

বাঙ্গালি জাতি!

বিষয়: সাহিত্য

১০৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File