আরেকটা লাশ !!

লিখেছেন লিখেছেন udash kobi ২৭ নভেম্বর, ২০১৫, ১২:৫২:৫৩ রাত



কবি বলেন, ফুলের ভালোবাসা পেতে হলে

সইতে হবে কাঁটার আঘাত, নির্ঘাত, নিশ্চুপ

তাইতো ওরা খাচ্ছে আঘাত, নির্ভেজাল

নির্বাক, উদাসী হাওয়া বইছে কবে কোথায় তবে?

নায়ক বলেন, স্বপ্ন দেখো, স্বপ্ন ছাড়া অচল ভুবন

ঘুমের ভানে দু'চোখ রেখে, কল্পনাকে আপন ভেবে

পথ চলাকে জীবন তুমি অভিনয়ের মাধ্যমেই।

শিল্পী বলেন, আঁকো মনে কল্পনারই তুলির ছোঁয়ায়

জীবনটাকে রাঙাও তুমি মনের মতো ক্যানভাসে

তাইতো পাগল ভাব ধরেছে, তুলির কাঠি হাতে নিয়ে

যাকে তাকে দিচ্ছে খোঁচা, রক্ত ঝরার প্রেক্ষাপটে।

নেতা বলেন, গড়তে হলে দেশটাকে, স্বাধীনভাবে

উদার হয়ে চলতে হবে, বিরোধীমত ভাঙ্গতে হবে।

একটা দুটা পড়বে লাশ, রক্ত দিয়ে কাব্য হবে

স্বাধীনতার চেতনাতে, আপন মনের মাধুরীতে

গড়তে হবে নিত্য নতুন ইতিহাস।

রাখতে হবে মনোবল, শক্ত হয়ে দন্ড দিয়ে

আগাছাকে তুলতে হবে, সমূলে, শষ্য সমেত

তাইতো ওরা রক্তপানে, হয়না মাতাল ঠিক ততটা

ভাবছে যতো মনের মত

তাইতো চাই, আরেকটা লাশ!

বিষয়: সাহিত্য

৮৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File