যতো বড় শীত ততো বড় আগুন! (রম্যকথা)

লিখেছেন লিখেছেন udash kobi ১৫ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:৫৬:৩৪ রাত

গল্পটি বাড়ির মুরুব্বীজনদের কাছে শোনা! আমাদের পাড়ার এক পূর্বপুরুষ ছিলেন কৃষক এবং চলনসই বোকা কিসিমের! লেখাপড়া জানতেন না, ফলে অনেকেই তাকে ঠকাতেন। এভাবে ঠকতে ঠকতে একদিন তার অবস্থা চরমে ওঠে যায়! তার এক নিকটাত্মীয়ের পরামর্শ গ্রহণ করে কিভাবে তার প্রতিপক্ষদের ঘায়েল করা যায়!!

শুভাকাঙ্খির পরামর্শ অনুযায়ী, সে তার নিজের খড়ের পাড়ায় (খড়ের স্তম্ভ! এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় পাড়া বলে) আগুন লাগিয়ে ডোবাবিলে চলে যায় বুরোধান লাগাতে। এদিকে খড়ের মাচায় আগুন মানে, আগুনের লেলিহান শিখা্ ভযাবহ আগুন দেখে সবাই এসে হাজির, আর সবাই উক্ত বোকালোকটির জন্য আফসোস করতে লাগল! কে তার এমন সর্বনাশ করল? খড়ের কারণে এটা নেভানোর কেনো উপায় ছিলো না শুধু দেখে যাওয়া ছাড়া। কেউ একজন সেই লোকটিকে তার বুরো-খেতে গিয়ে খবর দিয়ে আসল। লোকটি ফুরফুরে মেজাজে তার খড়ের মাচার সামনে আসল আর মনে মনে ভাবছিল এবার বুঝি তাদের শায়েস্তা করা গেল!

বুরোক্ষেত থেকে ওঠে আসার কারণে সে প্রচন্ড কাঁপছিল । ভয়াল আগুন দেখে সে তার দুহাতখানা সামনে বাড়িয়ে হিহি করতে করতে বলে ওঠে- যতো বড় শীত ততো বড় আগুন! লোকেরা অবাক হয়ে তার প্রতিক্রিয়া লক্ষ্য করে। অবশেষে লোকেরা তার সস্তা চাতুরীর কৌশল ধরে ফেলে আর তার খড়ের পাড়াটা জলাঞ্জলি হয় বিনালাভে!

আমাদের মান্যবর মহান নেতা (আওয়ামীলীগের হঠাৎ গজিয়ে ওঠা বড়ো নেতা জনাব মাহবুবুল আলম হানিফ সাহেব) সেদিন বললেন. বি এন পি যদি হরতাল অবরোধ প্রত্যাহার করে তাহলে ২৪ ঘন্টার ভিতর জ্বালাও পোড়াও বন্ধ হয়ে যাবে। লোকেরা অবাক হয়ে তার প্রতিক্রয়া দেখে আর ভাবে কালো ব্যাগে ম্যাও আছে!!

হয়তো এটাই আমাদের রাজনীতির সস্তা কৌশল? প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য! আর এতে নিরীহ জনগণ জলাঞ্জলি দিচ্ছে তাদের স্বজনদের প্রাণ!!!

এতোএব সাধু সাবধান।

বিষয়: রাজনীতি

১১০৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304697
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:২১
246485
udash kobi লিখেছেন : Applause
304741
১৬ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:০৬
কাহাফ লিখেছেন :
সুন্দর উপস্হাপনার জন্যে ভাল লাগা ও অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় কবি!!
304751
১৬ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:২৩
শেখের পোলা লিখেছেন : একেবারে বাস্তব উদাহরণ, আসলেই তাই৷ শেখ সাদী বলেছেন, খামের ভীতর চিঠিতে যা লেখা আছে তা একমাত্র চিঠির লেখকই জানে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File