অদ্ভুত সময়ে
লিখেছেন লিখেছেন udash kobi ৩০ ডিসেম্বর, ২০১৪, ১১:২৩:৩১ রাত
হুক্কা হুয়া শিয়াল মশায়
রাতের গহীন বনে!
জোছনা বিভোর শ্বেত ছায়াতে
খেলছে আপন মনে!!
সঙ্গে তাহার বাঘ সিংহ
নিত্য করে আদর!
আরো আছে হাতি, ভল্লুক
নাচে ন্যাংটো বাঁদর!!
ভুলে ওরা স্বভাব ধর্ম
শিয়ালের চাটে গাল!
নীতির গ্রহণ লাগছে বনে
পশুর শূন্য ছাল!!
বিষয়: সাহিত্য
৭৮৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন