দেশ-গীত!

লিখেছেন লিখেছেন udash kobi ১২ ডিসেম্বর, ২০১৪, ১১:৩৩:৫৩ রাত

দেশ-গীত!

- আহমাদ সা-জিদ (উদাসকবি)

শ্বাসরুদ্ধকর জীবন যার

রোমাঞ্চ কী তার বলো

হাতে নিয়ে প্রাণ-প্রদীপ

সামনে এগিয়ে চলো।

জীবন এখন কী চমৎকার

আধুনিক কাল

ডাস্টবিনেও অন্ন খোঁজে

দেশটা ডিজিটাল।

মানচিত্রটা লাইফ সাপোর্টে

দিচ্ছি কেমো-থোরাপি

রাঘব বোয়াল জাতির কাঁধে

তারাই আবার ঋণখেলাপী।

দেশটা এখন চলছে ভেসে

উন্নয়ণের জোয়ার বাণে

তিন দিকে তার বৈরিবেড়া

সামনে সাগর পানে!!

বিষয়: বিবিধ

১০৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File