শীত_স্বাগতম
লিখেছেন লিখেছেন udash kobi ১০ ডিসেম্বর, ২০১৪, ০৬:২৬:০৬ সন্ধ্যা
শীত_স্বাগতম
_ আহমাদ সা_জিদ (উদাসকবি)
হাড় শির শির, গা ঝিরঝির
গাই হিমেলের গীত!
বছর ঘুরে আবার এলো
পৌষ-মাঘের শীত!!
বুক ধড়ফড়; মুখ গড়বড়
লাগছে হিমের তেজ!
চারিদিকে বাষ্প-হাওয়া
শীতের কী আমেজ!!
দাঁত কিড়মিড়; ত্বক চিড়চিড়
ভাঙ্গলো মুখের ভিত!
বছর ঘুরে আবার এলো
পাতা ঝরা শীত!!
হাত চকচক; পা ঠকঠক
হাওয়াই ওড়ে ঘুম
নব-অন্নের জোগান শেষে
চলছে পিঠার ধুম!
লোম চড়চড়; কর্ণ ফাঁপড়
হিমের হল জিত!
বছর ঘুরে আবার এলো
ধুম_পার্বণের শীত!!
নাক তিড়তিড়; বাক বিড়বিড়
গাঢ় পরিচ্ছদ!
মাঠ ভরা ফল- সবজি
কত রঙের পদ!!
চাম কনকন; মন টনটন
শয়ন উপুড়-চিত্
বছর ঘুরে আবার এলো
হাড় কাঁপানো শীত!!
বিষয়: সাহিত্য
১১৫৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন