জীবনের গল্প (প্রথম পর্ব)

লিখেছেন লিখেছেন udash kobi ০২ ডিসেম্বর, ২০১৪, ১১:২৪:০৭ রাত

নিজেকে খুবই সেলিব্রেটি মনে হয়! (মানে এই রকম ইচ্ছা জাগে)। একবার পত্রমিতালিকে বললাম, দেখো আমার এই পত্রগুলো খুবই যত্ন করে রাখবে, এক সময় তুমি এই চিঠি দিয়েই জনপ্রিয়তা পাবে। কেননা আমার কেন জানি মনে হচ্ছে, একদিন আমি খুবই বড় কেউ হবো! তখন তুমি এই চিঠিগুলো দেখিয়ে বলতে পারবে, আমি ওমুকের পত্রমিতালি ছিলাম। তার সাথে ছিল আমার খুবই মাখা.....

আজ আমি খুবই বিখ‌্যাত একজন ঢুলি। নিজের ঢোল নিজেই পিটাই। তাই নিজের আত্ম জীবনী লিখতে মনে চাচ্ছে।

পাঠকের সরল হৃদয়ে আমার এই প্রয়াস.....


(০১) ফুঁ দিলে কুপি নিভে না

এই গল্পটা আমার মার কাছ থেকে শোনা। আমি তখন ৫/৬ বছরের বালক। ঘটনা আমার মনে না থাকারই কথা। মার সাথে নানার বাড়ি গেছি। নানার বাড়ি প্রত্যন্ত পল্লীতে। তার ওপর শালবন ঘেরা। এখনো বিদ্যুতের খুটি সেখানে পৌঁছে নি।

রাতে শোয়ার সময় (মাটির খাটে) নানা বললেন, এই বুড়া! কুপিটা নিভিয়ে দে। আমি বললাম, কুপি কীভাবে নিভামু?

: ফুঁ দিয়ে শালা।

: ফুঁ দিলে তো আগুন নিভে যাবে, কুপি তো নিভবে না।

: ওরে শশালা! খুবই যুক্তিবাদী হয়ে গেছিস? বাতি নিভা, নইলে কান....

(০২) অসহায় রিকসাওয়ালা!

ক্লাস থ্রিতে পড়ি। কী কারণে একদিন মনে হলো আমার স্কুলে যেতে ভালো লাগছে না। মাকে বললাম, আজ স্কুলে যাব না। মা কঠিন ধমক দিয়ে বললেন, স্কুলে না গেলে খাওয়া-দাওয়া এমন কি বাড়ির দরজা বন্ধ। মার ধমক আর বড় চাচার রাঙা চোখের কথা মনে হতে কিছুটা ক্ষোভের সাথে স্কুলে রওয়ানা দিলাম। সাথে তড়িত্কর্মা ফুফাতো ভাই রফিক।

রাস্তা দৌড়ে দিয়ে যাচ্ছি, বিপরীত দিক দিয়ে রিক্সা আসছে। আমি দেখেও কেন জানি সাইট না দিয়ে মাঝ রাস্তা দিয়ে যাচ্ছি। ভাবে মনে হচ্ছে, আমাকে রিক্সা সাইট দিবে। রিক্সাওয়ালা ভ্যাবাচ‌্যাকা খেয়ে দাঁড়িয়ে গেলেও আমার দৌড়ের কারণে রিক্সার সাথে প্রচন্ড সংঘর্ষ হয়। তারপরের ঘটনা খুবই মর্মাহতের।

আমাকে রাস্তায় ফেলেই রফিক ভাই রিক্সা নিয়ে বাড়িতে হাজির। রিক্সাওয়ালা বোকার মতো দাঁড়িয়ে, প্যাসেঞ্জার পগাঢ় পার। কিছু সহপাঠীর সহায়তায় আমি বাড়িতে এসে বিছানায় (দুইদিন স্কুল কামাই)। কঠিন বড় চাচার কঠিন ধমকে রিক্সাওয়ালার অবস্থা কঠিন। কোনো দোষ না করেও রিক্সাওয়ালা বেচারা সেদিন চাচা সহ প্রতিবেশী সকল মানুষের তিরষ্কার শুনে, জল গড়িয়ে, কানে হাত ধরে রেহাই পায়।

এখন আমি এর জন্য আন্তরিক ভাবে দু:খ প্রকাশ করছি। তখন বুঝি নি..... এখন বুঝে......... (শূন্যস্থান পূরণ করবে পাঠক)

.......................... (ক্রমশ..)

বিষয়: সাহিত্য

১২০৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290722
০২ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৪০
আফরা লিখেছেন : ঢোলের বারি শুনলাম তাই ভাল ---আবার শূন্যস্থান পূরণ করব ---ইশ- শখ তো ভালই আপনার ।
290745
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ১২:১১
অনেক পথ বাকি লিখেছেন : তখন বুঝি নি ভালোবাসা কারে কয়
এখন বুঝেও না বুঝার ভান করতে হয়
290949
০৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:১৬
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File