অহমের বাঁশিওয়ালা!

লিখেছেন লিখেছেন udash kobi ২৬ নভেম্বর, ২০১৪, ০৯:৫৬:০৬ রাত

- আহমাদ সা-জিদ (উদাসকবি)

কিছু মানুষের ফুঁ দেয়া অহমের বাঁশিতে

(হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মত)

আমরা ঝাঁপিয়ে পড়ছি মৃত্যুসাগরে!

কেউ সাতরে, কেউ আছড়ে

কেউ উঠতে পারে কিনারায়

কেউ ভেসে যায় অজানায়!

হাজারো প্রাণের থেমে যাওয়া স্পন্দনে

তবুও কারো হয় না হুঁশ

কেউ করতে পারি না বধ

সেই অহমের বাঁশিওয়ালাদের!

তারা বাজায়, বারবার বাজায়

আমরাও বারবার সমুদ্রে ঝাঁপিয়ে পড়ি

প্রাণ- মোহিনী বাঁশির সূরে!

যতদিন আমরা না হব এক; একতায়

মগজে ঢুকবে না যতদিন তাদের সুর-ভ্রমতা

যতদিন আমরা বুঝব না, এতো শুধু অহমিকতা

চিনব না যতদিন তাদের আসল চেহারা!

যতক্ষণ বুঝব না আমরা তাদের হাতের গিনিপিগ!

ততদিন প্রাণ দিয়েই যাব; তাদের ক্ষমতার বাঁশির সূরে!

হায়! মানুষ! কেন তবে সেজে আছ গিনিপিগ?

মগজটা খাটাও, মাথার গিলুকে লাগাও কাজে।

ঝাঁপিয়ে প্রাণটা দিও না কোনো অহমের বাঁশির সূরে।

বিষয়: বিবিধ

৯৯৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

288523
২৬ নভেম্বর ২০১৪ রাত ১০:১১
ফেরারী মন লিখেছেন : শুধু এভাবে কবিতা লিখলে তো হবে নারে ভাই। অন্যের পোষ্টে দুই একটা মন্তব্য করতে হবে। নাহলে এত সুন্দর কবিতায় কেউ মন্তব্য করতে চাইবে না। আর এত সুন্দর সুন্দর কবিতায় মন্তব্য না থাকলে আমারো খারাপ লাগে।
২৭ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০১
232537
udash kobi লিখেছেন : সুন্দর বলেছেন! আমি জানি, আমি যত পোস্টে মন্তব্য করব, তারচেয়ে অর্ধেক হলেও আমার পাতায় মন্তব্য জমা হবে। কিন্তু এখন আমি খুবই ব্যস্ত, তারপরও কাঁদে পরবাসে মন।
আপনার সুন্দর সহানুভূতির জন্য আমার আন্তরিক ধন্যবাদ আজকের এই Thanksgiving Day-তে। ভালো থাকুন....Good Luck
288543
২৬ নভেম্বর ২০১৪ রাত ১০:৫২
ইশতিয়াক আহমেদ লিখেছেন : খুব সুন্দর লিখা ,পড়ে ভালো লাগলো
288566
২৭ নভেম্বর ২০১৪ রাত ১২:১১
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
288616
২৭ নভেম্বর ২০১৪ রাত ১২:৪৫
কর্ণেল কুতাইবা লিখেছেন : ভালো লাগলো পিলাচ
288885
২৭ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০১
udash kobi লিখেছেন : ধন্যবাদ । অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File