তালগাছটির মালিক কে?
লিখেছেন লিখেছেন স্বপ্নালোক ০৯ নভেম্বর, ২০১৪, ১২:১১:৪১ রাত
১ম পর্ব
ক্ষেত জমির এক কোণে তালগাছটির জন্ম। কোন এক পথচারী ঐ পথ দিয়ে হেটে যাওয়ার সময় বীজটি ফেলেছিল। তা উর্বর জমিতে হৃষ্টপুষ্ট হযে অংকুরিত হল। কিন্তু মানুষের তো ভালবাসার কমতি ছিল না। অতিশয় যতেœ রেড়ে উঠল গাছটি যেন এক মহা দাপটে। গাছ বেড়ে উঠছে. কারও কোন মাথা ব্যথা নেই। মৌসুম আসল তাল ধরার। তালগাছের গোড়ায় এক গন্ধময় আমেজ। তবে কিছু ঝামেলায় দানা বাধল। ঝামেলাটা কি? গাছটি এতদিন বড় হচ্ছে, কেউ কারো নির্ভর করেনি। গাছটি পথচারী রেখে গেল সজিব শেখের ক্ষেতটির এককোণায়। কিন্তু গাছ বলে কথা! সে তো কারো ইচ্ছায় বড় হয়ে উঠে না। সজিব শেখের সীমানা পেরিয়ে সোমিন নন্দীর ক্ষেতের উপর ডালপালা ছড়ায়। গাছ থেকে তাল পাড়ে সজিব শেখ। কিন্তু তালটি গড়িয়ে যায সোমিন নন্দীর ক্ষেতে। সজিব সাহেব তা কুড়িয়ে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে। প্রায় বিভিন্ন সময় সোমিন নন্দীর বাসায়ও পাঠায় তালের রস।
(চলবে)
বিষয়: বিবিধ
১০৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন