পরীক্ষার সময় হরতাল বিড়ম্বনা!
লিখেছেন লিখেছেন স্বপ্নালোক ০৬ নভেম্বর, ২০১৪, ০৫:৫৪:৫৭ বিকাল
- মা, কাল আমাদের পরীক্ষা হবে না?
- না, কাল হরতাল। তাই পরীক্ষা কমিটি তারিখ পরিবর্তন করেছে।
- পরীক্ষা পিছিয়ে গেলে আমার কিছুই মুখস্ত থাকবে না।
- কেন, বাবা?
- একবার মুখস্থ করতে অনেক কষ্ট হয়েছে। আবার কিভাবে?
- সবাই দিতে পারলে তুমি পারবে না কেন?
- কই? সবাই বলেছে, তাদেরও মুখস্থ থাকবে না। আচ্ছা মা! সবাইকে পাশ করে দিতে পারে না?
- তোর চিন্তা পরীক্ষায় কাটে না, কাটার মতোও নয়।
- তো হরতাল কেন হয়? হরতাল কি ছাত্ররা করে মা?
- না, বিরোধী দল ডাকে।
- মা, তুমি তাদের বলো না। পরীক্ষার সময় হরতাল না দিতে।
- তারা কি আমাদের কথা শুনবে?
- তারা কাদের কথা শুনবে?
- এই দল কারো কথা শুনতে চায় না।
- আমাদের পরীক্ষার সময় কেন?
- পরীক্ষা বলেই তো! এখন তারা লাগাতার হরতাল দিচ্ছে।
- তারা কি জন্য হরতাল ডাকছে, মা?
- তাদের নেতাদের ফাঁসির রায় দিয়েছে, তাই।
- রায় কি সরকার দিয়েছে?
- না, বাবা। আদালত দিয়েছে।
- তো আদালতে করতো। স্কুল বা রাস্তায় করে কেন?
- আদালত তো সরকারের সুবিধামত সময়ে রায় দিয়ে থাকে।
- হরতাল না দেয়ার জন্য কি সমঝোতা করতে পারে না সরকার?
- এতে সরকারকে দুর্বল মনে করবে।
- রায় তো রেডি হয়েছিল অনেক দিন হচ্ছে। এখন কেন?
- দেরী হযে যাচ্ছে। সেজন্য তো এখন দিয়ে দিচ্ছে।
- ও হ্যাঁ! সরকারও তাই বুঝি আমাদের পরীক্ষার সময়টাকে বেচে নিয়েছে।
- হ্যাঁ! তাই তো!
- আপনারা তো সরকারের শুধু গুনকীর্তন গেয়ে যান। এই খবর তো রাখেন নি?
- এইটা তো আমাদের মাথায়ও আসে নি। তাহলে কি সরকার আমাদের নিষ্পাপ বাচ্চাদের জীবন নিয়ে রাজনীতি করছে। আমরা তো সরকারের বুলি শুনে বিরোধীদের ভুল বুঝতাম। কিন্তু এখন দেখি, সরকারই আমাদের জীবন নষ্ট করছে।
বিষয়: রাজনীতি
৯৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন