╭✿=তাফসীর কাদের জন্য?=✿╯ =====================

লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আলআযহারী ০৮ মে, ২০১৬, ০৯:১২:৪৭ রাত



এক খ্যাতিমান বক্তা +মুফতি ( উল্লেখ্য যে, দেশের সব বক্তাই এখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির !!!) সূরাহ ফাতিহার তাফসীর করতে গিয়ে ফতোয়া দিয়েছেন-

--

"সাধারণ মানুষের তাফসীর পড়াতো দূরে থাক, কুরআনের অনুবাদ পড়াও জায়েজ নাই!!!??" ওনার যুক্তি হলো,

১- "তাফসীর বুঝার জন্য ১৫টি বিষয়ের জ্ঞান থাকতে হয়। সাধারণ মানুষের তা নাই"!!!??।

২- মানুষ তাফসীর পড়লে নাসেখ-মানসুখ না জানার কারণে নিষিদ্ধ বিষয়ে আমল করতে শুরু করবে। ফলে গোমরাহ হয়ে যাবে" !!!?

--------------

খুব চমত্‌কার যুক্তি!!! আমার প্রশ্ন হলো, যুগে যুগে পৃথিবীর বিভিন্ন ভাষার বড় বড় মুফাসসীরগণ তাদের তাফসীর গ্রন্থগুলো তাহলে কার জন্যে, কী উদ্দেশ্যে লিখেছেন? সেগুলো কি শুধুমাত্র মাদ্রাসার ছাত্র, হুজুর/ আলেমদের জন্য লিখেছেন?

নিশ্চয়ই তা করেন নি।

প্রসঙ্গত উল্লেখ্য যে, তিনি যে ১৫টি বিষয়ের কথা বলেছেন সেগুলো মুফাসসির হওয়ার জন্য শর্ত। তাফসীর পড়ার বা বুঝার জন্য নয়।

তাফসীর লেখার অন্যতম উদ্দেশ্যই হচ্ছে-আল্লাহর বাণীকে সাধারণ মানুষের কাছে সহজ ও বোধগম্য করে তোলা। তাই তাফসীর পড়লে মানুষ গোমরাহ হবে এটা একটা ডাহা মিথ্যা কথা।

কুরআন বুঝা আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ কুরআনে বারবার বলেছেন-" আমি এ কুরআনকে উপদেশ লাভের জন্য সহজ করে দিয়েছি। উপদেশ গ্রহণকারী কেউ আছো কি?(সূরাহ আল-কামার- আয়াত ১৭, ২২, ৩২ ও ৪০ )

অন্যত্র বলেন-"হে নবী, আমি এই কিতাবকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি যাতে এই লোকেরা উপদেশ গ্রহণ করে।" (সূরাহ আদদুখান- ৫৮)

তিনি আরো বলেন- "বস্তুত হে মুহাম্মাদ! এ বাণীকে আমি সহজ করে তোমার ভাষায় এজন্য নাযিল করেছি যাতে তুমি মুত্তাকীদেরকে সুখবর দিতে ও হঠকারীদেরকে ভয় দেখাতে পারো।" (সূরাহ মারইয়াম-৯৭)

তাই আসুন কুরআনকে সরাসরি বুঝার চেষ্টা করি। নিয়মিত তাফসীর অধ্যয়ন করি

====================্

মুফাসসির হওয়ার জন্য যে ১৫টি বিষয়ের জ্ঞান থাকতে হয়ঃ

1ـ علم اللغة .

2 ـ علم النحو .

3 ـ علم الصرف .

4 ـ علم الاشتقاق .

5 ـ علوم البلاغة ( المعاني ، البيان ، البديع)

6 ـ علم القراءات .

7 ـ علم أصول الدين ( علم الكلام و علم العقيدة ) .

8 ـ علم أصول الفقه .

9 ـ علم أسباب النزول .

10 ـ علم القصص .

11 ـ علم الناسخ والمنسوخ .

12 ـ الأحاديث المبينة لتفسير المجمل والمبهم ،

13 ـ علم مصطلح الحديث

14 ـ علم أحوال البشر ، ( علم التاريخ )

15 ـ علم الموهبة .

বিষয়: বিবিধ

২০৪৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368450
০৮ মে ২০১৬ রাত ১০:২৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কুরআন থেকে দূরে থাকার কারণেই দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি। আল্লাহর হেদায়েত দরকার
368451
০৮ মে ২০১৬ রাত ১০:২৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কুরআন থেকে দূরে থাকার কারণেই দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি। আল্লাহর হেদায়েত দরকার
368456
০৮ মে ২০১৬ রাত ১১:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনুবাদ পড়াও যদি নাজায়েজ হয় সে ক্ষেত্রে আরবি ভাষি মুসলিম দের কি হবে?? নাকি আমরাই সাধারন আর তারা সব অসাধারন থেকে যাবে।
মুফাসসির এর যোগ্যতা বিষয়গুলি বাংলায় সংক্ষিপ্ত ব্যখ্যা সহ হলে ভাল হতো।
368458
০৯ মে ২০১৬ রাত ১২:৩০
আনিসুর রহমান লিখেছেন : I think lots of RAW agent working in Bangladesh, may be this so called Islamic scholar among of them.
In addition, according to Hindu caste system lowers caste people are not allow to touch their holy book. Look like he is speaking the same voice.
368460
০৯ মে ২০১৬ রাত ০১:৪৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া।

সবুজ ভাইয়ের মন্তব্যের সাথে আমিও একমত। জানার আগ্রহ রইলো।
368473
০৯ মে ২০১৬ সকাল ০৮:৪৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : বহুদিন পর এ মুখী হলেন। এইবার নিয়মিত হবেন তো?
মানুষ তাফসীর পড়ে কুরআন বুঝে গেলে উনাদের কাছে যাওয়ার প্রয়োজন হবেনা, আর না গেলে উনাদের রোজগারে ভাটা পড়বে।
368490
০৯ মে ২০১৬ দুপুর ১২:৪১
ইয়াফি লিখেছেন : এধরণের কথাগুলো সাধারণত কওমী ঘরানার লোকরাই বলে থাকে। একদিন বলতে শুনলাম জামায়াতের রিকশাওয়ালারাও কোরআন তাফসীর করে! এখন শুনি ডাঃ জাকিরও ফতোয়া দেয়!
368515
০৯ মে ২০১৬ সন্ধ্যা ০৭:০৫
কুয়েত থেকে লিখেছেন : কওমি আলেমদের কাছে ইসলামের ইজারাদারি আছে যেমন হিন্দুদের ব্রম্মনদের কাছে রয়েছে বেদের ইজারাদারি এই গ্রন্থগুলি তারা ছাড়া অন্যরা জান্তে পারবে না। জানলে তাদের পতোয়া গীরি বন্ত হয়ে যাবে। অতচ আলেমরাই নবীজির ওয়ারিশ তিনি তার ওয়ারিশদের জন্য রেখে গেছেন একমাত্র কুরআন সুন্নাহর জ্ঞান। যারা কুরআনের তাফসীর লিখেছেন তাদের জ্ঞান কি কম ছিল? সুতারাং তাফসির পড়ে জ্ঞান অর্জন করাই ফরজ ১৫টি ইলম যারা বলে তারাও ১৫টি জানেনা। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File