একটি মৃত্যুঃ একটি শিক্ষণীয় ঘটনা

লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আলআযহারী ২৭ ডিসেম্বর, ২০১৫, ১১:৫৮:০৩ রাত



গত মঙ্গলবার কুয়েত পার্লামেন্টের বর্ষিয়ান নেতা নাবিল আল-ফজল পার্লামেন্টের অধিবেশন চলাকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

উল্লেখ্য যে, তিনি ছিলেন একজন পাইলট, লেখক, সাংবাদিক, কলামিস্ট, রাজনীতিবিদ এবং পার্লামেন্ট মেম্বার।

╭✿╯আধুনিকতা ও গণতন্ত্রের দোহাই দিয়ে কুয়েতে মদ বিক্রয় বৈধ করার জন্য পার্লামেন্টে সবচেয়ে সোচ্চার ছিলেন।

╭✿╯আলেম-ওলামাদের মতামতকে সর্বদা অবজ্ঞা করতেন, দাড়ি নিয়ে উপহাস করতেন।

╭✿╯বিকিনি পড়ে কুয়েতে নারীদের সুইমিং পুলে যাতায়াতের সাপোর্টার ছিলেন।

╭✿╯মুসলিম ব্রাদারহুডকে "টেররিস্ট গ্রুপ" হিসেবে ঘোষণার দাবী তুলেছিলেন পার্লামেন্টে।

╭✿╯ফিকহ ও শরীয়া বিষয়ে পড়াশোনা করেছেন, বইও লিখেছেন, তবুও নিজেকে ধর্মনিরপেক্ষ হিসেবে পরিচয় দিয়ে গর্ববোধ করতেন।.........

কিন্তু

╭✿╯ভাগ্যের কি নির্মম পরিহাস- পার্লামেন্টের যে চেয়ারটি লাভের জন্য এত কষ্ট, শ্রম, মেধা, টাকা-পয়সা খরচ করেছেন, যেই চেয়ারে বসে ইসলাম বিরোধি আইন পাশ করতে উচ্চ কন্ঠে আওয়াজ দিতেন সেই চেয়ারেই মালাকুল মাউত চলে আসলো। চিরতরে থামিয়ে দিল বলিষ্ঠ আওয়াজ, বজ্র কণ্ঠ।

বিষয়: বিবিধ

১৬৯৩ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355448
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ১২:২৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


"ইন্না বাত্বশা রব্বিকা লাশাদীদ"
তোমার রব্বের গ্রেফতার বড়ই কঠিন!!

২৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৩৪
295182
মোঃ মাসুম সরকার আলআযহারী লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান।
355452
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ০২:২১
সত্যলিখন লিখেছেন :
২৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৩৬
295183
মোঃ মাসুম সরকার আলআযহারী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান।
355459
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ০৪:৩১
শেখের পোলা লিখেছেন : সব বৈধতার হিসাব এতক্ষনে শুরু হয়ে গেছে৷ আল্লাহ সকলকে ইমান দিক৷
৩১ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫২
295418
মোঃ মাসুম সরকার আলআযহারী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান।
355460
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ০৪:৩২
দ্য স্লেভ লিখেছেন : উনি হয়ত এখন বুঝে গেছেন কাহিনী কি !!!আল্লাহ আমাদের ক্ষমা করুন
৩১ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫৩
295419
মোঃ মাসুম সরকার আলআযহারী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান।
৩১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:১৮
295429
দ্য স্লেভ লিখেছেন : ওয়া আলাইকুম সালাম ওয়া রহমাতুল্লাহ
355475
২৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:১৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : যুগে যুগে মহান আল্লাহ মানুষদের এমন অনকে কিছুই দেখান, কিন্তু মানুষ এর থেকে কোন শিখ্খা গ্রহণ করেনা।
ধন্যবাদ আপনাকে।
৩১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৫৪
295436
মোঃ মাসুম সরকার আলআযহারী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান।
355485
২৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩১ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫৩
295420
মোঃ মাসুম সরকার আলআযহারী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান।
355501
২৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:০১
আবু জান্নাত লিখেছেন : হায় আফসোস! মৃত্যু থেকে পতন শুরু হয়ে গেল।
০১ জানুয়ারি ২০১৬ দুপুর ০১:৫৫
295558
মোঃ মাসুম সরকার আলআযহারী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ।
355511
২৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৫৪
জ্ঞানের কথা লিখেছেন : চোখ দেখেই মনেহচ্ছে বেচার কালো ফেরেশ্তা দেখেছে।
০১ জানুয়ারি ২০১৬ দুপুর ০১:৫৬
295559
মোঃ মাসুম সরকার আলআযহারী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ।
355516
২৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:১৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : লোকটার চেহারাই কেমন বাজে দেখাচ্ছে। এই যে, কত লোক এভাবে মরে গিয়ে নিকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করে, তবুও আশে পাশের মানুষগুলোর মরণের চিন্তা আসেনা, এবং বদ কাজ থেকেও বিরত থাকেনা।

তা অনেক দিন পরে এলেন, স্বাগত জানাই।
০১ জানুয়ারি ২০১৬ দুপুর ০১:৫৫
295557
মোঃ মাসুম সরকার আলআযহারী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। স্পেশাল ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য। জাযাকুমুল্লাহ।
১০
355518
২৮ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:৪০
জেদ্দাবাসী লিখেছেন : শিক্ষনিয়
০১ জানুয়ারি ২০১৬ দুপুর ০১:৫৬
295560
মোঃ মাসুম সরকার আলআযহারী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। স্পেশাল জাযাকুমুল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File