সচিবালয়র ক্যাশ ইমাম

লিখেছেন লিখেছেন সত্যের সেনানী ১৯ নভেম্বর, ২০১৪, ০৮:২১:২২ রাত

''সাত বছরে শয়ে শয়ে ছাত্রলীগ নেতাকে পুলিশে,বিচার বিভাগে জয়েন করিয়েছেন এই ইমাম সাহেব,প্রসাশনের ইমামতি করেন এই ইমাম সাহেব, সচিবালয়ে গেলে সবাই তাকে “ক্যাশ ইমাম” নামে চিনে, ৫ই জানুয়ারির নির্বাচনের ইমামতি করেছেন ইমাম সাহেব,তাই তার কথা সত্য ধরে নিতে হবে, আর এই কারনে ইমাম সাহেব কে রিমান্ডে নেয়া দরকার কারন তিনি রাষ্ট্রের গোপন কথা ফাঁস করেছেন আর দেশবাসীর এইচ টি ইমাম সাহেব কে ধন্যবাদ দিতে হবে কারন তিনি না বুজেও সত্য কথা বলে দিয়েছেন সমাজ এমনিতেই অস্থিতিশীল, খুন খারাপি বেড়ে গেছে, দিনে দুপুরে ছিনতাইকারী মানুষ হত্যা করছে ! সেখানে অর্থমন্ত্রী বলেন ঘুষ খাওয়া বৈধ ! তাহলে তো সামনে বাজেটে ঘুষ কে সংসদে বৈধ করে দেয়া দরকার অর্থমন্ত্রী কি জানেন না ঘুষ ইসলামে হারাম ? শুধু ইয়াবা, গাজা আর মদ খেলেই এডিক্টেড হয় না, ক্ষমতাও এক প্রকার আসক্তি আছে, আর এই সরকার হচ্ছে ক্ষমতার ড্রাগে আসক্ত জন বিস্ফোরণের দরকার নাই ,ইনশাআল্লাহ সরকারের ভিতরের বিস্ফোরণেই এই সরকার পতন হয়ে যাবে ''-ডক্টর তুহিন মালিক

বিষয়: রাজনীতি

৮৮৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285968
১৯ নভেম্বর ২০১৪ রাত ১০:১৭
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : তুহিন সাহেব ঠিকই বলেছেন। তাছাড়া তিনিতো সেই নির্বাচন থেকে গনতন্ত্র নিয়ে কতই না গল্প বানালেন কিন্তু ফল কই? বিএনপিওতো মাঠে নেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File