কামারুজ্জামান বড়ই ঘাড়ত্যাড়া মানুষ!
লিখেছেন লিখেছেন সত্যের সেনানী ১২ নভেম্বর, ২০১৪, ১০:০১:৩৬ রাত
কামারুজ্জামান বড়ই ঘাড়ত্যাড়া মানুষ! চাচ্ছিলাম ক্ষমা চাইলে ক্ষমা করে দেবো! চাইলোনা। আর ওরাও (জামায়াত) সহিংসতা না করে ঘরে বসে আছে! এখানেও কোন চক্রান্ত লুকিয়ে আছে। জোটও অক্ষত! কিছু বুঝে উঠতে পারছিনা!"
- কালো বিড়াল সুরঞ্জিত সেন গুপ্ত।
বিষয়: রাজনীতি
১২০৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
- আতাতে আসবে, জোট ভাঙবে
- ভাংচুর করবে। গুলি করে আন্তর্জাতিক সাপোর্ট নিয়ে ঘোলা পানিতে মাছ ধরব।
বেটারা কোনটাই করলনা। বুঝলামনা। হিসেব মিলেনা। সব ভাংলাম । জামায়াতকে পারলামনা। ক্ষমতায় এভাবে আর কতদিন থাকব। এভাবেত জামায়াতই প্রধান দল হয়ে যাবে। ইস।
মন্তব্য করতে লগইন করুন