এই ব্লগে আমার প্রথম পোস্ট
লিখেছেন লিখেছেন সত্যের সেনানী ০১ নভেম্বর, ২০১৪, ০৪:১১:১১ বিকাল
ব্লগ নামটার সাথে পরিচয় হওয়ার পর থেকে ব্লগ কি সেটা জানার আগ্রহ বেড়ে যায়,
আমি ব্লগার হব তবে কিভাবে হব ব্লগ সম্পর্কে আমার কোনো ধারণা ছিলনা
অবশেষে বন্ধুর সহযোগিতায় কয়েকদিন আগে একটা ব্লগে আইডি খুললাম
আমাকে আপনাদের কাতারে সামিল করে নিবেন এটাই আমার প্রতাশা আপনাদের ভালো ভালো লিখা গুলো পড়ে উপকৃত হব এটাই কামনা করি, আমার জন্য দুয়া করবেন যেন ব্লগে ভালো ভালো লিখা দিতে পারি।
সুরা কাফিরুনের অর্থ
বলুন, হে কাফেরকূল,
আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।
এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি
এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।
তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।
তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।
বিষয়: বিবিধ
১০৯৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব সুন্দর লিখেছেন! অসাধারণ অনুভূতি! ভালো লাগা রেখে যাচ্ছি।
শুভ কামনা রইলো আপনার প্রতিও
সকল ব্লগ পরুন এবং মন্তব্য করার চেষ্টা করুন।সম্পুর্ন ধারনা পেয়ে যাবেন।
মন্তব্য করতে লগইন করুন