দু'মুখো নীতি

লিখেছেন লিখেছেন আহমেদ ইমরান হালিমী ০২ নভেম্বর, ২০১৪, ১১:৪৪:৫৭ রাত



৬ মে'র শাপলা চত্বরে হেফাজতের উপর সরকারের অ্যাকশনে বিম্পি, জামাত দাবী করে আড়াই হাজার মানুষ মারা হইছে। তখন হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদনে আসে ১২ জন সে রাতে মারা পরে। বিম্পি, জামাত সাথী ভাইয়েরা বলেন, একটা খ্রিস্টান প্রতিষ্ঠান তো মিথ্যা বলবেই।

আবার এই হিউম্যান রাইট ওয়াচ যখন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনাল কে বিতর্কিত ঘোষনা করে তখন আবার এরাই এটাকে আন্তর্জাতিক কর্তাদের দৃষ্টি হিসেবে দেখেন। কৈ এখন তো আর একে খ্রিস্টান প্রতিষ্ঠান হিসেবে দাবি করেন না।

আসলেও ট্রাইবুনাল বিতর্কিত। নৈলে আমরা সাঈদীর ফাঁসির হুকুম ই পেতাম।

বিষয়: বিবিধ

৯১৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280727
০৩ নভেম্বর ২০১৪ সকাল ০৮:১২
মামুন লিখেছেন : আপনার লিখাটি পড়লাম। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File