রাজাকারদের রায়: স্বাধীনতা বনাম পরাধীনতা

লিখেছেন লিখেছেন আহমেদ ইমরান হালিমী ৩০ অক্টোবর, ২০১৪, ০৪:৫৭:১৪ বিকাল



আমার শোনা প্রথম রাজাকারের নাম নিজামী। গত কয়েকটি রায় এবং ফালতু আপিলে রাজাকারদের বিচার প্রশমিত হওয়ায় বেশ কষ্ট লেগেছিল। এমন সময়ে দুর্ধর্ষ রাজাকারের ফাঁসির রায় কিছুটা হলেও স্বস্তিদায়ক। তবে আপিলের রায় পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।

আমরা এখনো পরাধীন রয়ে গেছি! আমরা রাজাকারের রায়ে একত্রিত হয়ে উল্লাস করতে পারি না যেমনটা এই জানোয়ার গুলো ৭১ এ করেছে। যেকোনো রায়ের পর আমরা বুঝতে পারি পরবর্তী দিন হরতাল, ভাংচুর হবে। অনেকের জন্য হরতাল ব্যাস্ত জীবনে স্বস্তিদায়ক হলেও এটা আমাদের পরাধীনতার প্রমাণ। স্বাধীন দেশে রাজাকারের বাচ্চারা যারা কেউ যুদ্ধ ও দেখেনি তাদের ভয়ে তটস্থ থাকতে হয়। নিশ্চিন্তে ধরে রাখুন, যুদ্ধ এখনো হলে এরাই রাজাকারী কর্ত, এরাই হত্যা-ধর্ষণ-লুটপাট করতো। তারপর এরাই কতিপয় সংখ্যালঘু ছাগুদের কাছে আলেম-মাশায়েখ পরিচয়ে পরিচিত হত।

দয়া করে এর সাথে ইসলামকে তুলে আনবেন। কতিপয় দাঁড়ি-টুপি ওয়ালা, নামাজী ব্যাক্তি সাপোর্ট দিলেই সেটা ইসলামের সমর্থন হয় না। বাদ দেন, আ ছাগু অলওয়েজ আ ছাগু। এদের কাছে মুক্তিযোদ্ধারা নাস্তিক, নামাজিরা নাস্তিক। কেয়ার করবেন না। কেননা আল্লাহ মস্তিষ্ক বিকৃতদের ফতুয়ায় চলেন না।

বিষয়: বিবিধ

১০০৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279749
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২০
মামুন লিখেছেন : আপনার লিখাটি পড়লাম। ধন্যবাদ।
279759
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪১
আহমেদ ইমরান হালিমী লিখেছেন : ধন্যবাদ। সাথে থাকবেন।
279805
৩০ অক্টোবর ২০১৪ রাত ০৯:০৪
শেখের পোলা লিখেছেন : শাহবাগে আসর বসেতে কি নিষেধ হয়েছে? মিষ্টি বিতরণ করলেন, নাচলেন কুঁদলেন৷ তাতেও মন ভরেনি? বাকী টুকু পরকালের জন্যে রেখেদেন৷
279818
৩০ অক্টোবর ২০১৪ রাত ১০:১২
আহমেদ ইমরান হালিমী লিখেছেন : আমিও পরকালের জন্য রেখে দিছি। ছাগুদের কাছে জবাব চাই না। রাজাকারের ইস্যুর চেয়ে নাস্তিক ইস্যুটা বড় হয়ে সবার চোখে পড়ছে। ঐখানে যেমন নাস্তিকও ছিল। ধর্মপ্রাণ মুসলমানও ছিল। আতে ঘা লাগলে সবাই সুযোগ খোঁজে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File