সাংবাদিকতা-২

লিখেছেন লিখেছেন সাম্য বাদী ০১ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:২৪:২২ বিকাল

বাংলা সাংবাদিকতাঃ

অনেক সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলা সংবাদপত্র আজকের এই অবস্থানে এসে দাঁড়িয়েছে যার ইতিহাস আজ অনবদ্য। বাংলায় , বিশেষ করে বর্তমানে কলকাতায় অর্থাৎ ভারতে বাংলা ভাষায় সাংবাদিকতার জন্ম। ভারতে ১৭৮০ সালে হিকি কতৃক প্রকাশিত বেঙ্গল গেজেট প্রথম বাংলা সংবাদপত্র। তবে মুলতঃ বাংলা সাংবাদিকতার সূচনা ঘটে ১৮১৮ সালে সমাচার দর্পণ পত্রিকার মাধ্যমে।সমাচার দর্পণ ১৮১৮ সালের ২৩শে মে শ্রীরামপুর মিশন প্রেস দ্বারা প্রথম প্রকাশিত হয়। প্রথমাবস্থাতে এটি একটি মাসিক পত্রিকা হিসাবে যাত্রা শুরু করলেও শীঘ্রই একটি সাপ্তাহিক পত্রিকায় রূপান্তরিত হয়। এটা ভারতীয় ও বিদেশী উভয় সংবাদ প্রকাশ করত। ১৮২৯ সালে সমান্তরাল কলামের মধ্যে বাংলা ও ইংরেজী (দ্বিভাষিক) সংবাদ প্রকাশ শুরু করে এবং নানা ধরনের সঙ্কটের মুখে ১৮৫২ সালে এ টা বন্ধ হয়ে যায়। বাংলা ভাষার অন্যতম পত্রিকা দিকদর্শন ১৮১৮ সালে প্রকাশিত হয়. ১৮২১ সালে রাজা রামমোহন রায় এর পৃষ্ঠপোষকতায় একটি অসাধারণ বাংলা পত্রিকা সংবাদ কৌমদি প্রকাশিত হয়. কিন্তু এটাও দীর্ঘ দিন বেঁচে থাকেনি। ১৮৩৯ সালে প্রকাশিত হয় বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদ প্রভাকর। আজকের বাংলাদেশের সীমানার মধ্যে, প্রথম সাপ্তাহিক বার্তাবহ রংপুর থেকে ১৮৪৭ সালে প্রকাশিত হয় এবং সাপ্তাহিক ঢাকা সংবাদ, ১৮৫৬ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। এছাড়াও ঢাকা প্রকাশ প্রথম ১৮৬১ সালে এবং ঢাকা দর্পণ ১৮৬৩ সালে প্রকাশিত হয়েছিল। যারা প্রথম দিকে বাংলা পত্রিকায় নীল চাষ এবং শোষিত, নিপীড়িত শ্রমিকদের কথা তুলে ধরে, তাদের মধ্যে উল্লেখযোগ্য সোম প্রকাশ , গ্রামবার্তা প্রকাশিকা এবং অমৃত বাজার পত্রিকা উল্লেখযোগ্য ।

চলবে............................।

বিষয়: বিবিধ

১১৭৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377044
০১ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:৪২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
০১ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:৫৩
312540
সাম্য বাদী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
377074
০২ সেপ্টেম্বর ২০১৬ রাত ০১:৫৮
নূর আল আমিন লিখেছেন : পরবর্তী লেখার অপেক্ষায়,,
377102
০৩ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:০১
মোহাম্মদ ওমর ফারুক লিখেছেন : তা এখন নীলবর্ণ ধারণ করেছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File