২০২৫ সালের ডিজিটালের অবস্থা!!!!!!!"
লিখেছেন লিখেছেন সাম্য বাদী ২৯ নভেম্বর, ২০১৪, ০১:১৮:২৭ দুপুর
হু হু হু হু হু হু হু হু হু হু (অ্যাম্বুলেন্সের হর্ণ) সাবেক সরকারের শিক্ষামন্ত্রী খুব
অসুস্থ।তার অপারেশন প্রয়োজন।নিয়ে যাওয়া হলো দেশের সবচেয়ে দামী ক্লিনিকে। অপারেশন থিয়েটারে ঢোকানোর পরে ডাক্তার আর উনার এসিস্টেন্ট, ডাক্তার এলেন অপারেশন করতে। কিন্তু একি,শিক্ষামন্ত্রীকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে অপারেশন শুরু না করে তারা মেডিকেল গাইড খুলে পড়া শুরু করেছেন কেন?? মৃত্যু ভয়ে ভীত শিক্ষামন্ত্রী আর
না পেরে জিজ্ঞেস করলেন,বাবারা তোমরা অপারেশন না করে এ কি করছো?
-জি স্যার,একটু ওয়েট করুন।এই অপারেশনটা কিভাবে করতে হয় একটু
পড়ে নিই।
-মানে কি? তোমরা পড়ালেখা না করেই ডাক্তার?
-স্যার,আপনি আমাদের না পড়ে গোল্ডেন পাওয়ার কতো সুন্দর চান্স করে দিসেন।পিএসসি,জেএসসি,এসএসসি,এইচ এসসি এমনকি মেডিকেলের এক্সামেও পড়তে হয় নি আমাদের।আর কেউ হলে তো স্যার,এমনিতেই মৃত
ঘোষণা করে দিতাম।আপনার এই অবদান ভূলি নি বলেই তো বাচানোর
চেষ্টা করছি।ওয়েট স্যার। ঘটনাটা এখন হয়তো কাল্পনিক।বাস্তব
হতে আর দেরী নেই।। ৭১ পর্যন্ত আমাদের দেশটাকে ধর্ষণ করেছে পাকিস্তান ৷এখন আর বাইরের কেউ লাগে না,আমরা নিজেরাই
নিজেদের দেশটাকে ধর্ষণ( ধ্বংস) করতে পারি।
জয় বাংলা।
সোনার বাংলা।
২০২৫ সালের ঠেলা সামলা ৷
শফিকুর রহমান।
২৯ নভেম্বর, ২০১৪ ইং।
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগ্লো...
মন্তব্য করতে লগইন করুন