ফুলের গালিচা বিছিয়ে দিতাম তোমার চরনতলে
লিখেছেন লিখেছেন ক্ষনিকের যাত্রী ০৩ নভেম্বর, ২০১৪, ১১:১৭:২১ রাত
সাথে নিয়েছিলাম তোমার জন্য
ফুলের একটি গুচ্ছ,
ছুঁড়ে ফেলে দিলে তুমি
করে খুবই তুচ্ছ।
.
ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইলো
ফুল আমার দেয়া,
সাথে যে ছিলো আমার
হৃদয় নিঙড়ানো ভালোবাসা।
.
পদদলিত করে চলে গেলে
স্বযত্নে আনা আমার ফুলগুলো,
বললে না একটিবার
আমার কি দোষ ছিলো।
.
তুমি যদি বলতে
ফুলের গালিচা বিছিয়ে দিতাম
তোমার চরনতলে,
আমিতো জানতাম না
ফুলের গালিচায় হাঁটতে
তোমার খুব ইচ্ছে করে।
.
উফ্... আমিও কেমন বোকা
পারলাম না তোমার ইচ্ছে জানতে,
ফুলের গালিচা না বিছিয়ে
নিয়ে গেলাম ফুলের তোড়া সাথে।
.
আমার ভালোবাসাকে তুমি
ছুঁয়ে দাওনি তো কি হলো?
তোমার পদধূলি গায়ে মেখেছে
এটাও কি কম বলো?
.
.
বিষয়; ব্লগর ব্লগর
বিষয়: বিবিধ
১৪২৫ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগর ব্লগর ভাল লাগছে ভাপু।
অনেক অনেক ধন্যবাদ।
১ম মন্তব্যের জন্য ফুলেল শুভেচ্ছা।
এটা শুধুমাত্র ব্লগর ব্লগর টাইপের কিছু লিখা আর কিছু নাহ্।
সাথে নিয়েছিলাম তোমার জন্য
ফুলের একটি গুচ্ছ,
ছুঁড়ে ফেলে দিলে তুমি
করে খুবই তুচ্ছ।
============
কাটা ওয়ালা গোলাপ দিছিলেন মনেহয়, তাই কাটার গুত্তা খেয়ে ফুল ফালায় দিছে...
এই নেন একগুচ্ছ কাটাহীন ফুল....
[img]http://www.bdmonitor.net/blog/bloggeruploadedimage/imranh/1415066548.gif[/img[img]http://www.bdmonitor.net/blog/bloggeruploadedimage/imranh/1415066548.gif[/img[img]http://www.bdmonitor.net/blog/bloggeruploadedimage/imranh/1415066548.gif[/img
এখানে না ফুল আছে না কাঁটা।
অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, শুভেচ্ছা রইল।
এখানে না ফুল আছে না কাঁটা।
অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, শুভেচ্ছা রইল।
অনেক অনেক ধন্যবাদ।
মানুষের মন পাওয়ার চেয়ে কঠিন কিছু নেই। ধন্যবাদ
এখানে বাস্তবতা বলতে কিছুই নেই।
অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, শুভেচ্ছা রইল।
মন্তব্য করতে লগইন করুন